‘হাথুরুসিংহে মিরাকল ঘটাতে পারবেন না’

টানা হারের ধারা থেকে বের হতে চন্দিকা হাথুরুসিংহেকে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু কোচ বদল হলেও ধারা বাদলায়নি। হাথুরুসিংহের জমানার শুরু টানা দুই হার দিয়ে। শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা অবশ্য আস্থা হারাচ্ছেন না নতুন কোচের ওপর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 02:43 PM
Updated : 19 Jan 2018, 04:14 PM

জিম্বাবুয়ের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার বাংলাদেশের কাছে হেরেছে ১৬৩ রানে। ওয়ানডেতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়।

হাথুরুসিংহে কোচ হওয়ার পরও লঙ্কানদের পারফরম্যান্সে নেই উন্নতির ছাপ। তবে নতুন কোচকে সময় দিতে বললেন পেরেরা।

“আমার মনে হয় তাকে কোচ হিসেবে পাওয়া আমাদের বড় প্রাপ্তি। চন্দিকা হাথুরুসিংহে বিশ্বের সেরা কোচদের একজন। ‘এ’ দলে থাকার সময় তার সঙ্গে কাজ করেছিলাম আমি। তবে তার সময় প্রয়োজন। সে তো মিরাকল ঘটাতে পারবে না। আমার মনে হয়, নতুন কোচের সঙ্গে আমাদেরও নিজেদের মেলে ধরতে হবে।”

রোববার পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে শ্রীলঙ্কা। পেরেরা আশা করছেন ঘুরে দাঁড়ানোর।

“পরের দুই ম্যাচই জিততে হবে আমাদের। আমাদের সতীর্থরা সবাই পরস্পরকে সবসময় বলছে মাথানত না করতে। ক্রিকেটে এরকম হতেই পারে। আশা করি, পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।”