আমাদের অন্যতম সেরা জয়: মাশরাফি

ব্যাটিংয়ে দুর্দান্ত। বোলিংয়ে দুর্দমনীয়। ফিল্ডিং চটপটে। শরীরী ভাষায় বারুদ। সবকিছুর মিশেলে রেকর্ড ব্যবধানের জয়। মাঠের পারফরম্যান্স আর স্কোরকার্ড যেটি বলছে, সেটি উঠে এল অধিনায়কের কণ্ঠেও। শ্রীলঙ্কার বিপক্ষে জয়কে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের অন্যতম সেরা জয় বলছেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 02:24 PM
Updated : 19 Jan 2018, 04:14 PM

ত্রিদেশীয় সিরিজে শুক্রবার শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই বোনাস পয়েন্ট পেয়ে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের জয়টাও ছিল বড়। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভূমিধস জয় ছাড়িয়ে গেছে আগের ম্যাচকেও। মাশরাফির কণ্ঠে ফুটে উঠল সেই তৃপ্তি।

“সাম্প্রতিক অতীতে তাকালে, বলতেই হবে এটি আমাদের সেরা জয়গুলোর একটি। ছেলেরা যেভাবে খেলেছে, তা ছিল দারুণ। এই ধারা ধরে রাখতে হবে আমাদের।”

এই ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, সেই পারফরম্যান্সকে বলা যায় প্রায় পরিপূর্ণ। তবে মাশরাফি উন্নতির সুযোগ দেখছেন আরও।

“দল জিতুক বা হারুক, প্রতিটি ম্যাচ থেকেই শেখার আছে। তামিম সেঞ্চুরি করতে পারত। ব্যাটিং ভালো হয়েছে, তবে কেউই সেঞ্চুরি করতে পারেনি। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকায় আমরা ধুঁকেছি। দেশে ভালো করছি। আরও ভালোর অবকাশ আছে।”