তামিমের ১১ হাজার, সাকিবের ১০

ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন এই দুজন। একই ম্যাচে দুজন ছুঁলেন দারুণ দুটি মাইলফলক। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান স্পর্শ করেছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ছুঁয়েছেন ১০ হাজার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 09:20 AM
Updated : 19 Jan 2018, 04:15 PM

ত্রিদেশীয় সিরিজে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১১ হাজার ছুঁতে তামিমের প্রয়োজন ছিল ৭ রান; ১০ হাজারের জন্য সাকিবের প্রয়োজন ছিল ৬৬। তামিম এদিন করেছেন ৮৪, সাকিব ৬৭।

১৮ সেঞ্চুরি ও ৬৮ ফিফটিতে তামিমের রান এখন ১১ হাজার ৭৭। তার মধ্যে আইসিসি বিশ্ব একাদশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৫৫ রান। বাকি সব বাংলাদেশের হয়ে। আর ১২ সেঞ্চুরি ও ৬৪ ফিফটিতে সাকিবের রান ১০ হাজার ১।

প্রথম ব্যাটসম্যান হিসেবে গত বছরের মার্চে বাংলাদেশে হয়ে আন্তর্জাতিক ক্রিকেট ১০ হাজার রান করেছিলেন তামিম।

১০ হাজার করতে তামিমের লেগেছিল ৩১১ ইনিংস। সাকিবের লাগল ৩২৯ ইনিংস।

তিন সংস্করণ মিলিয়ে ৩৪ হাজার ৩৫৭ রানের বিশ্বরেকর্ড শচিন টেন্ডুলকারের। ২৮ হাজর ১৬ রান করে দুইয়ে কুমার সাঙ্গাকারা।