শাহরিয়ারের রেকর্ড ছুঁলেন এনামুল

আকিলা দনঞ্জয়ার গুগলি পড়তে পেরে দারুণ লফটেড শট। বল ছাড়িয়ে গেল সীমানা। এনামুল হক ছুঁলেন হাজার রানের সীমানা। স্পর্শ করলেন একটি রেকর্ডও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2018, 07:28 AM
Updated : 19 Jan 2018, 04:15 PM

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ওই শটেই এনামুল ছুঁয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে হাজার রান। ১১ বছরের বেশি সময় ধরে রাখা রেকর্ডে শাহরিয়ার নাফীস পেয়েছেন একজন সঙ্গী। বাংলাদেশের হয়ে দ্রুততম হাজার রান করার রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের। লেগেছে ২৯ ইনিংস।

শাহরিয়ার রেকর্ডটি করেছিলেন ২০০৬ সালের ৩০ নভেম্বর, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে।

সময়ের হিসেবে বাংলাদেশের দ্রুততম অবশ্য এখনও শাহরিয়ারই। অভিষেক থেকে ১ বছর ১৬২ দিনে ছুঁয়েছিলেন ওয়ানডেতে হাজার রান।

৩৪ ইনিংসে হাজার ছুঁয়ে বাংলাদশের দ্বিতীয় দ্রুততম যৌথভাবে নাসির হোসেন ও ইমরুল কায়েস।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য খুব ভালো কিছু করতে পারেননি এনামুল। বেশ কয়েকবার জীবন পেয়ে শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৫ রানে।

শাহরিয়ারের রেকর্ড স্পর্শ করা, এমনকি ভাঙার সুযোগও ছিল সৌম্য সরকারের। শুরুটাও দারুণ ছিল তার। কিন্তু টানা কয়েক ম্যাচের ব্যর্থতায় হাতছাড়া করেছেন সুযোগ। ২৫ ইনিংসেই ৯২৫ রান হয়ে গিয়েছিল তার। কিন্তু বাঁহাতি ওপেনার সবশেষ ৬ ম্যাচে করেছেন ৪২ রান। জায়গাও হারিয়েছেন দলে।

দ্রুততম ১ হাজার রানের বিশ্বরেকর্ডটি যৌথভবে পাঁচ জনের। ২১ ইনিংসে হাজার ছুঁয়ে ১৯৮০ সালে রেকর্ডটি গড়েছিলেন ভিভ রিচার্ডস। পরে সেই রেকর্ড স্পর্শ করেছেন কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম।