শাহরিয়ারের রেকর্ড ছুঁলেন এনামুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jan 2018 01:28 PM BdST Updated: 19 Jan 2018 10:15 PM BdST
আকিলা দনঞ্জয়ার গুগলি পড়তে পেরে দারুণ লফটেড শট। বল ছাড়িয়ে গেল সীমানা। এনামুল হক ছুঁলেন হাজার রানের সীমানা। স্পর্শ করলেন একটি রেকর্ডও।
Related Stories
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ওই শটেই এনামুল ছুঁয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে হাজার রান। ১১ বছরের বেশি সময় ধরে রাখা রেকর্ডে শাহরিয়ার নাফীস পেয়েছেন একজন সঙ্গী। বাংলাদেশের হয়ে দ্রুততম হাজার রান করার রেকর্ড এখন যৌথভাবে এই দুজনের। লেগেছে ২৯ ইনিংস।
শাহরিয়ার রেকর্ডটি করেছিলেন ২০০৬ সালের ৩০ নভেম্বর, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে।
সময়ের হিসেবে বাংলাদেশের দ্রুততম অবশ্য এখনও শাহরিয়ারই। অভিষেক থেকে ১ বছর ১৬২ দিনে ছুঁয়েছিলেন ওয়ানডেতে হাজার রান।
৩৪ ইনিংসে হাজার ছুঁয়ে বাংলাদশের দ্বিতীয় দ্রুততম যৌথভাবে নাসির হোসেন ও ইমরুল কায়েস।
মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবশ্য খুব ভালো কিছু করতে পারেননি এনামুল। বেশ কয়েকবার জীবন পেয়ে শেষ পর্যন্ত আউট হয়েছেন ৩৫ রানে।
শাহরিয়ারের রেকর্ড স্পর্শ করা, এমনকি ভাঙার সুযোগও ছিল সৌম্য সরকারের। শুরুটাও দারুণ ছিল তার। কিন্তু টানা কয়েক ম্যাচের ব্যর্থতায় হাতছাড়া করেছেন সুযোগ। ২৫ ইনিংসেই ৯২৫ রান হয়ে গিয়েছিল তার। কিন্তু বাঁহাতি ওপেনার সবশেষ ৬ ম্যাচে করেছেন ৪২ রান। জায়গাও হারিয়েছেন দলে।
দ্রুততম ১ হাজার রানের বিশ্বরেকর্ডটি যৌথভবে পাঁচ জনের। ২১ ইনিংসে হাজার ছুঁয়ে ১৯৮০ সালে রেকর্ডটি গড়েছিলেন ভিভ রিচার্ডস। পরে সেই রেকর্ড স্পর্শ করেছেন কেভিন পিটারসেন, জোনাথন ট্রট, কুইন্টন ডি কক ও বাবর আজম।
-
শৃঙ্খলার ক্যানভাসে নিয়ন্ত্রণের তুলিতে আঁকা ইনিংস তামিমের
-
‘শান্ত সুপার ট্যালেন্টেড, মুমিনুল ঘুরে দাঁড়াবে’
-
বাংলাদেশ কী করে, আগ্রহ নিয়ে অপেক্ষায় লঙ্কান কোচ
-
দ. আফ্রিকার দুঃস্বপ্ন ভুলে আলোয় বাংলাদেশের ব্যাটিং
-
‘বাবার ঔষধ খেয়ে’ নিষিদ্ধ দ.আফ্রিকার হামজা
-
তামিমের সেঞ্চুরির দিনে শান্ত-মুমিনুলের হতাশা
-
‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
-
বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- বিশ্বকাপের আগে অ্যাডিলেইডে ক্যাম্প, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ