শেষ দিনে মুমিনুলের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2018 07:57 PM BdST Updated: 18 Jan 2018 08:26 PM BdST
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মুমিনুল হক দ্বিতীয় ইনিংসে করেছেন সেঞ্চুরি। অধিনায়কের দৃঢ়তায় উত্তরাঞ্চলের সঙ্গে ম্যাচ ড্র করেছে পূর্বাঞ্চল।
Related Stories
চতুর্থ দিন ৬ উইকেটে ২০২ রান করে পূর্বাঞ্চল। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক।
লিটন দাসের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে ফিরেন ইমতিয়াজ হোসেন। দ্বিতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন লিটন। জাতীয় দলে জায়গা হারানো এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফিরেন ৪৮ রান করে।
মোহাম্মদ আশরাফুলকে শূন্য ও জাকির হাসানকে ১ রানে ফিরিয়ে জয়ের আশা জাগান তাইজুল। তবে দলকে বাঁচান মুমিনুল। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৪৭ বলে ৮টি চার ও দুটি ছক্কায় ১০৭ রান করেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ ও বিসিএলের চলতি আসরে এটি মুমিনুলের টানা দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম রাউন্ডে দক্ষিণাঞ্চলের বিপক্ষে করেছিলেন ২৫৮ রান।
৬৮ রানে ৪ উইকেট নিয়ে উত্তরাঞ্চলের সেরা বোলার বাঁহাতি স্পিনার তাইজুল। নাঈম ইসলাম ও শফিউল ইসলাম নেন একটি করে উইকেট।
এর আগে ৮ উইকেটে ২৭৩ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে উত্তরাঞ্চল। ১১ রান যোগ করে শেষ ২ উইকেট হারিয়ে ফেলে দলটি।
তাইজুলকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট নেন খালেদ আহমেদ। ফরহাদ রেজাকে ফিরিয়ে ২৮৪ রানে উত্তরাঞ্চলকে গুটিয়ে দেন আবু জায়েদ।
৮৯ রানে ৫ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের সেরা বোলার খালেদ। এই পেসার ক্যারিয়ারে প্রথমবারের মতো পেলেন ৫ উইকেটের স্বাদ। জায়েদ ৩ উইকেট নেন ৭১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ১৮৭
পূর্বাঞ্চল ১ম ইনিংস: ২১১
উত্তরাঞ্চল ২য় ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ৩৬/০) ৮১.৩ ওভারে ২৮৪ (শান্ত ৩১, মিজানুর ২০, ফরহাদ ৮৫, নাঈম ১, জহুরুল ১৬, ধীমান ২৩, আরিফুল ২৮, শুভ ২৩, রেজা ৩৩, তাইজুল ৫, শফিউল ৫; জায়েদ ৩/৭১, রানা ১/৫৫, খালেদ ৫/৮৯, সোহাগ ১/৪৩, মুমিনুল ০/১৯)
পূর্বাঞ্চল ২য় ইনিংস: ৫৭.৪ ওভারে ২০২/৬ (ইমতিয়াজ ১৫, লিটন ৪৮, মুমিনুল ১০৭, আশরাফুল ০, জাকির ১, ইয়াসির ১১, কাপালী ৮*, সোহাগ ০*; শফিউল ১/৩০, রেজা ০/৪৩, তাইজুল ৪/৬৮, আরিফুল ০/৪০, শুভ ০/৭, নাঈম ১/৯)
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের