তিন ফিফটিতে মধ্যাঞ্চলের জবাব
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2018 06:54 PM BdST Updated: 17 Jan 2018 07:34 PM BdST
আব্দুর রাজ্জাক-তুষার ইমরানের অনন্য অর্জনের ম্যাচে লিডের পথে প্রতিপক্ষ মধ্যাঞ্চল। টপ অর্ডার তিন ব্যাটসম্যানের ফিফটিতে দক্ষিণাঞ্চলের বিপক্ষে এগোচ্ছে দলটি।
বিসিএলের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনের খেলা শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ২ উইকেটে ৩১৩ রান। রকিবুল হাসান ৮২ ও মেহরাব হোসেন জুনিয়র ৪২ রানে অপরাজিত। এখনও ১৩৫ রানে পিছিয়ে দলটি।
বিকেএসপির তিন নম্বর মাঠে বিনা উইকেটে ১৪ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে মধ্যাঞ্চল। সাদমান ইসলাম ও রবিউল ইসলাম রবির ১৭১ রানের উদ্বোধনী জুটি দলকে এনে দেয় দারুণ সূচনা।
১৮২ বলে ১২টি চারে ৯০ রান রবিকে তুষারের ক্যাচ বানিয়ে ৫৫.২ ওভার স্থায়ী জুটি ভাঙেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান। আরেক ওপেনার সাদমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট নেন রাজ্জাক। ১৮৬ বলে খেলা সাদমানের ৮৯ রানের ইনিংসটি গড়া ১১টি চারে।
দিনের বাকি সময়ে আর কোনো সাফল্য পায়নি দক্ষিণাঞ্চল। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল-মেহরাব গড়েন ৯৬ রানের জুটি। তাদের ব্যাটে প্রথম ইনিংসে লিডের পথে মধ্যাঞ্চল।
মেহেদি ১ উইকেট নেন ৬২ রানে। বাঁহাতি স্পিনার রাজ্জাক ৮৭ রানে ১ উইকেট। দুই দিনে ৯৪ ওভার করাতে ৮ বোলার ব্যবহার করেছেন অধিনায়ক নুরুল হাসান।
এর আগে প্রথম ইনিংসে ৪৪৮ রান করে দক্ষিণাঞ্চল। দলের হয়ে ফিফটি করার পথে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছান তুষার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৪৮
মধ্যাঞ্চল ১ম ইনিংস: (দ্বিতীয় দিন শেষে ১৪/০) ৯৪ ওভারে ৩১৩/২ (সাদমান ৮৯, রবি ৯০, রকিবুল ৮২* মেহরাব জুনিয়র ৪২*; রাজ্জাক ১/৮৭, আল আমিন ০/৩৮, মোসাদ্দেক ০/৯, মেহেদি ১/৬২, জিয়া ০/১৫, সৌম্য ০/২৩, সাকলাইন ০/৬৩, তুষার ০/৮)
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার