বাংলাদেশের জয়ে উজ্জ্বল হৃদয়-আফিফ

দুর্দান্ত সেঞ্চুরি উপহার দিলেন তৌহিদ হৃদয়। ব্যাটে-বলে আলো ছড়ালেন আফিফ হোসেন। কানাডাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে গেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2018, 05:37 AM
Updated : 15 Jan 2018, 06:52 AM

যুব বিশ্বকাপে নিউ জিল্যান্ডের লিংকনে কানাডাকে ৬৬ রানে হারিয়েছে বাংলাদেশ। বার্ট সাটক্লিফ ওভালে সোমবার বাংলাদেশের ২৬৪ রান তাড়ায় কানাডা গুটিয়ে যায় ১৯৮ রানে।

১২২ রানের দারুণ ইনিংস খেলেছেন হৃদয়। হাফ সেঞ্চুরির পর ৫ উইকেট নিয়েছেন আফিফ।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দ্বিতীয় ওভারেই হারায় পিনাক ঘোষকে। তিনে নামা অধিনায়ক সাইফ হাসান ফিরে যান ১৭ রানে।

তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন নাঈম শেখ ও তৌহিদ হৃদয়। ৪৭ রান করে নাঈমের বিদায়ে ভাঙে এই জুটি।

এরপরই আসে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেওয়া জুটি। চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়েন হৃদয় ও আফিফ। ৫ চার ও ১ ছক্কায় ৫৯ বলে ৫০ করেন আফিফ।

হৃদয় ফিফটি করেন ৭৪ বলে। সেঞ্চুরি ১১৬ বলে। আফিফের সঙ্গে তার জুটি ভাঙার পর নিচের দিকে সেভাবে রান পাননি কেউ। দলকে টেনে নেন হৃদয়ই।

শেষ পর্যন্ত ৯ চার ও ১ ছক্কায় ১২৬ বলে ১২২ করে হৃদয় আউট হন ইনিংসের শেষ বলে।

২৬৫ রান তাড়ায় কানাডা সেভাবে জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি। শুরু থেকে উইকেট ধরে রাখায় মন দেয় তারা, তাতে প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে সময়ের সঙ্গে। শেষ দিকে উইকেট পড়েছে দ্রুত।

৪০তম ওভারে কানাডা হারায় মাত্র চতুর্থ উইকেট। কিন্তু রানও তখন কেবল পেরিয়েছে দেড়শ! ৬৩ রান করতে অধিনায়ক আরসালান খান বল খেলেন ১০৮টি। শেষ দিকে দ্রুত রান তোলায় চেষ্টায় উইকেট পড়ে নিয়মিত।

প্রথম ৭ ওভারে ২ উইকেট নিলেও শেষ ৩ ওভারে ৩ উইকেট নিয়ে আফিফ পূর্ণ করেছেন ৫ উইকেট।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল নামিবিয়াকে। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৬৪/৮ (পিনাক ০, নাঈম ৪৭, সাইফ ১৭, হৃদয় ১২২, আফিফ ৫০, আমিনুল ১৯, মাহিদুল ৫, কাজি অনিক ০, রবিউল ০*; যোশী ১/৪৫, ফায়সাল ৫/৪৮, গিল ১/৪৮, শাহজাদ ১/৫৭, পাথমানাথান ০/৪২, আরসালান ০/২৬)।

কানাডা অনূর্ধ্ব-১৯: ৪৯.৩ ওভারে ১৯৮ (প্রনব ৩৪, সান্ধু ১১, আরসালান ৬৩, গিল ২৩, কেভিন ২৪, নারেস ২৬*, স্যামুয়েল ২, পাথমানাথান ৩, ফায়সাল ০, শাহজাদ ২, যোশী ০; কাজি অনিক ১/৩৯, মাহমুদ ২/২৩, আফিফ ৫/৪৩, রবিউল ১/৪৭, টিপু ০/৩৭, সাইফ ১/৭)।

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬৬ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন