সাইফ, নাইমের ব্যাটে যুব বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

সহজ জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট শুরু করেছে বাংলাদেশ। অধিনায়ক সাইফ হাসান ও ওপেনার মোহাম্মদ নাইমের ফিফটিতে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়েছে তরুণরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2018, 05:51 AM
Updated : 13 Jan 2018, 12:32 PM

বৃষ্টির বাধায় ২০ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৯০ রান করে বাংলাদেশ। জবাবে ৬ উইকেটে ১০৩ রান করে নামিবিয়া।

বার্ট সার্টক্লিফ ওভালে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ উড়ন্ত সূচনা পায় পিনাক ঘোষের ব্যাটে। ১৭ বলে চারটি চারে ২৬ রান করে ফিরেন এই ওপেনার। দ্বিতীয় উইকেটে নাইম-সাইফের ১১.৩ ওভার স্থায়ী ৯৭ রানের জুটিতে দল পায় বড় সংগ্রহের ভিত।

জুটিতে অগ্রণী ছিলেন নাইম। বাঁহাতি এই ওপেনার ৪৩ বলে ৮টি চার ও একটি ছক্কায় ফিরেন ৬০ রান করে।

শুরুতে নাইমকে সঙ্গ দিয়ে যাওয়া সাইফ প্রথম ২৩ বলে করেন ২৫ রান। অধিনায়ক শেষ ২৫ বলে তুলেন ৫৯ রান। গেরহার্ড লোরেটিংকে ছক্কা হাকিয়ে ৩৭ বলে পঞ্চাশ স্পর্শ করেন সাইফ। ইনিংসের শেষ বলে ফেরার আগে বেন শিকনগোর ওভারে তিন ছক্কায় নেন ২০ রান।

৪৮ বলে খেলা সাইফের ৮৪ রানের বিস্ফোরক ইনিংসটি গড়া ৫টি ছক্কা আর তিনটি চারে।

বড় রান তাড়ায় ১২ রানে ৪ উইকেট হারানো নামিবিয়া কখনো জেতার সম্ভাবনা তৈরি করতে পারেনি। ইবেন ফন উইকের ফিফটিতে তিন একশ পার হয় নামিবিয়ার সংগ্রহ।

৫২ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৫ রান করা ফল উইককে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন হাসান মাহমুদ। আরেক পেসার কাজী অনিকও নেন দুটি উইকেট। তবে বাংলাদেশের মূল তিন স্পিনার রবিউল হক, নাঈম হাসান ও আফিফ হোসেন কোনো উইকেট পাননি।

যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনে অন্য ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। পাপুয়া নিউ গিনিকে ১০ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৯০/৪ (পিনাক ২৬, নাইম ৬০, সাইফ ৮৪, আফিফ ১১, হৃদয় ০*;বার্গার ১/৩১, নেল ১/২২, শিকনগো ১/৩৬, নগুপিতা ০/৩০, শন ১/৩৫, লোটেরিং ০/৩৫)

নামিবিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৬ (লিন্ডে ৪, লরেন্স ৪, শন ১, ফন উইক ৫৫, ফন মোলেনডর্ফ ০, নিকোল ২৪, বার্গার ১১*, লোটেরিং ১*; অনিক ২/১৪, মাহমুদ ২/১২, রবিউল ০/২৪, নাঈম ০/১৯, আফিফ ০/৩০, হৃদয় ১/৪)

ফল: বাংলাদেশ ৮৭ রানে জয়ী