১০ হাজার থেকে ৩৫ রান দূরে তুষার

প্রয়োজন ছিল ১৪০ রান। তুষার ইমরান পেরিয়ে গেলেন সেঞ্চুরি। বাড়ল আশা। কিন্তু শেষ পর্যন্ত এদিন আর ধরা দিল না মাইলফলক। আউট হয়ে গেলেন ১০৫ রানে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2018, 10:50 AM
Updated : 11 Jan 2018, 10:50 AM

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করার অনন্য অর্জনের খুব কাছে তুষার। বিসিএলের প্রথম রাউন্ডে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ম্যাচের তৃতীয় দিনে ছুঁটছিলেন লক্ষ্যের দিকে। কিন্তু থমকে গেছেন ৩৫ রান দূরে।
 
চারদিনের ম্যাচের তিন দিন শেষ হলেও দুই দলের প্রথম ইনিংসই এখনও শেষ হয়নি। এই ম্যাচে তাই তুষারের দ্বিতীয়বার ব্যাট পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৩তম ম্যাচ শেষ করবেন তিনি ৯ হাজার ৯৬৫ রানে। পরের রাউন্ড শুরু করবেন মাইলফলকের হাতছানিতে।
 
এদিন ১০ হাজার ছুঁতে না পারলেও নিজের সেঞ্চুরির রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন তুষার। ১০৫ রানের ইনিংসটি ছিল প্রথম শ্রেণিতে তার ২৫তম সেঞ্চুরি।
 
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দেড়শ প্রথম শ্রেণির ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করছেন কিছুদিন আগে। প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়লেন ২৫ সেঞ্চুরির কীর্তিও।