ক্যারিয়ার সর্বোচ্চ ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন রাবাদা। ১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে অ্যান্ডারসন।
আড়াই বছরও হয়নি টেস্ট অভিষেকের। ২২ বছর বয়সী এক বোলারের জন্য এটি অসাধারণ এক অর্জন। স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত রাবাদা।
“বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ কিছু। অবিশ্বাস্য এক অনুভূতি এটি। খেলা শুরুর সময় লোকে এমন কিছুর স্বপ্নই দেখে।”
“ক্রিকেট দিনশেষে দলীয় খেলা। সতীর্থদের সমর্থনে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে বছরটি শুরু হলো দারুণভাবে। আশা করি, এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ধরে রাখতে পারব।”
কেপ টাউনে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা ভার্নন ফিল্যান্ডার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন স্টিভেন স্মিথ। সিডনি টেস্টে ৮৩ রান করলেও বাড়েনি তার রেটিং পয়েন্ট।
কেপ টাউন টেস্টের ব্যর্থতায় দুই থেকে তিনে নেমেছেন বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন জো রুট। দুই ধাপ পিছিয়ে চেতেশ্বর পুজারা নেমেছেন পাঁচে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাকিব আল হাসান।