অ্যান্ডারসনকে টপকে শীর্ষে রাবাদা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2018 08:03 PM BdST Updated: 09 Jan 2018 08:03 PM BdST
কেপ টাউন টেস্টে কাগিসো রাবাদা নিয়েছেন ৫ উইকেট। পেয়েছেন ৫ রেটিং পয়েন্ট। সিডনি টেস্টে জেমস অ্যান্ডারসন নিতে পেরেছেন ১ উইকেট। হারিয়েছেন ৫ রেটিং পয়েন্ট। দুইয়ের যোগফল, আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে অ্যান্ডারসনকে টপকে শীর্ষে রাবাদা।
ক্যারিয়ার সর্বোচ্চ ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন রাবাদা। ১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে অ্যান্ডারসন।
আড়াই বছরও হয়নি টেস্ট অভিষেকের। ২২ বছর বয়সী এক বোলারের জন্য এটি অসাধারণ এক অর্জন। স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত রাবাদা।
“বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ কিছু। অবিশ্বাস্য এক অনুভূতি এটি। খেলা শুরুর সময় লোকে এমন কিছুর স্বপ্নই দেখে।”
“ক্রিকেট দিনশেষে দলীয় খেলা। সতীর্থদের সমর্থনে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে বছরটি শুরু হলো দারুণভাবে। আশা করি, এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ধরে রাখতে পারব।”
কেপ টাউনে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা ভার্নন ফিল্যান্ডার ৬ ধাপ এগিয়ে উঠেছেন ৬ নম্বরে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন স্টিভেন স্মিথ। সিডনি টেস্টে ৮৩ রান করলেও বাড়েনি তার রেটিং পয়েন্ট।
কেপ টাউন টেস্টের ব্যর্থতায় দুই থেকে তিনে নেমেছেন বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন জো রুট। দুই ধাপ পিছিয়ে চেতেশ্বর পুজারা নেমেছেন পাঁচে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সাকিব আল হাসান।
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম