মুমিনুলের সামনে ডাবল সেঞ্চুরির হাতছানি

দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন ওয়ানডে দলে। কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও বাদ পড়েছেন ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দল থেকে। সেই খেদ থেকেই কিনা, বড় দৈর্ঘ্যের ম্যাচেও মুমিনুল হক ব্যাট করলেন ওয়ানডের গতিতে। বিসিএলের নতুন আসরের প্রথম দিন বাঁহাতি এই ব্যাটসম্যান রাঙালেন বড় সেঞ্চুরিতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 12:18 PM
Updated : 9 Jan 2018, 04:08 PM

বিসিএলের প্রথম রাউন্ডের প্রথম দিনে বিকেএসপিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৫ উইকেটে ৩৪০ রান করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

মুমিনুলের সামনে হাতছানি ডাবল সেঞ্চুরির। পূর্বাঞ্চল অধিনায়ক প্রথম দিন শেষ করেছেন প্রায় ৮২ স্ট্রাইক রেটে অপরাজিত ১৬৯ রানের দারুণ ইনিংস খেলে।

টস জিতে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চলকে মোটামুটি ভালো শুরু এনে দেন লিটন দাস ও ইমতিয়াজ হোসেন। ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অনিয়মিত মিডিয়াম পেসার সৌম্য সরকার। ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য বোল্ড করেন জায়গা হারানো আরেক ব্যাটসম্যান লিটনকে (২০)।

থিতু হয়ে যাওয়া আরেক ওপেনার ইমতিয়াজকে ৩৩ রানে বোল্ড করেন বাঁহাতি স্পিনার সাকলাইন সজিব।

তিনে নামা মুমিনুল শুরু থেকেই ছিলেন সাবলীল। তৃতীয় উইকেটে তাকে সঙ্গ দেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। ৭৫ রানের জুটি গড়েন দুজন ওভারপ্রতি ৫ রান তুলে। ইমতিয়াজের মত ইয়াসিরও ফেরেন ৩৩ রানে।

এই ম্যাচ দিয়েই আবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরেছেন ম্যাচ পাতানোর কলঙ্কে জড়ানো মোহাম্মদ আশরাফুল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নিষেধাজ্ঞা আগামী অগাস্ট পর্যন্ত থাকলেও বিসিবির অনুমতি পেয়েছেন এই টুর্নামেন্টে খেলতে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আউট হয়ে যান ১৩ রানেই।

ছয়ে নামা অলক কাপালিও খুব বেশি সুবিধা করতে পারেননি। তবে মুমিনুল বলের সঙ্গে পাল্লা দিয়ে রান করেছেন বলে গড়ে ওঠে আরেকটি জুটি। ৫৩ রানের জুটিতে অলকের রান ছিল ১৯।

প্রথম শ্রেণির ক্রিকেটে একাদশ সেঞ্চুরি স্পর্শ করেন মুমিনুল ১২৬ বলে। শতরানের জুটি গড়েন সাতে নামা জাকির হোসেনকে নিয়ে। দুজনের সৌজন্যে আর কোনো উইকেট হারায়নি পূর্বাঞ্চল। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটির রান ১১৩।

১৮ চার ও ২ ছক্কায় ২০৭ বলে ১৬৯ রানে অপরাজিত মুমিনুল। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সর্বোচ্চ রান ২৩৯। জাকির দিন শেষ করেছেন ৪৭ রানে।

দক্ষিণাঞ্চলের দুই বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ও সাকলাইন সজিব দুটি করে উইকেট নিলেও দুজনই ছিলেন বেশ খরুচে।

সংক্ষিপ্ত স্কোর:

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ৮৩ ওভারে ৩৪০/৫ (ইমতিয়াজ ৩৩, লিটন ২০, মুমিনুল ১৬৯*, ইয়াসির ৩৩, আশরাফুল ১৩, অলক ১৯, জাকির ৪৭*; কামরুল রাব্বি ০/৪৭, জিয়াউর ০/১০, রাজ্জাক ২/১০৮, সৌম্য ১/৩১, মেহেদি ০/৬৮, সাকলাইন ২/৬৪, আল আমিন ০/১০)।