গাপটিল ঝড়ে পাকিস্তানকে হারাল নিউ জিল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2018 12:51 PM BdST Updated: 09 Jan 2018 12:51 PM BdST
-
ব্ল্যাকক্যাপস টুইটার
পাকিস্তানকে আশা দেখিয়েছিল দুই বোলার হাসান আলি আর শাদাব খানের ব্যাটিং। কিন্তু আসল কাজ বোলিংয়ে কিছু করতে পারেননি তারা। এগিয়ে আসতে পারেননি অন্য কোনো বোলারও। মার্টিন গাপটিলের ঝড়ো ফিফটি আর রস টেইলরের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে নিউ জিল্যান্ড।
ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে নিউ জিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে কেন উইলিয়ামসনের দল।
নেলসনে মঙ্গলবার ৯ উইকেটে ২৪৬ রান করে পাকিস্তান। নিউ জিল্যান্ডের ইনিংসের ১৪ ওভার শেষে বৃষ্টি নামলে লম্বা সময় খেলা বন্ধ থাকে। সে সময়ে ২ উইকেটে ৬৪ রান করা স্বাগতিকরা পায় নতুন লক্ষ্য- ২৫ ওভারে ১৫১ রান।
আবার খেলা শুরু হলে ১১ ওভারে নিউ জিল্যান্ডের দরকার ছিল ৮৭ রান। গাপটিল-টেইলরের অবিচ্ছিন্ন শতরানের জুটি ৭ বল বাকি থাকতে জয় এনে দেয় দলকে।
নেলসনে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ১৪ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। দুই অঙ্ক ছুঁয়ে তাদের অনুসরণ করেন বাবর আজম।
শোয়েব মালিক ফিরেন থিতু হয়ে। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ অধিনায়ক সরফরাজ। ফিফটি পাওয়ার পর হাফিজও ফিরে গেলে বিপদে পড়ে পাকিস্তান। ৭১ বলে ৮টি চারে ৬০ রান করে হাফিজের বিদায়ের সময় অতিথিদের স্কোর ১২৭/৬।
পাকিস্তানের সামনে তখন দেড়শ রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা। সেখান থেকে আড়াইশ রানের কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব শাদাব ও হাসানের। অষ্টম উইকেটে দুই জনে গড়েন ৭০ রানের দারুণ এক জুটি।
ওয়ানডেতে আগের ১০ ইনিংস মিলিয়ে ৫৫ রান করা পেসার হাসান পান নিজের প্রথম ফিফটি। বিস্ফোরক ব্যাটিংয়ে ৩১ বলে চারটি করে ছক্কা-চারে ফিরেন ৫১ রান করে। ওয়ানডে নিজের তৃতীয় ইনিংসে দ্বিতীয় ফিফটি পাওয়া শাদাব ৬৮ বলে ৩টি চার ও একটি ছক্কায় করেন ৫২ রান।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার লকি ফার্গুসন। দুটি করে উইকেট নেন টড অ্যাস্টল ও টিম সাউদি।
শেষের ঝড়ে লড়াইয়ের পুঁজি পাওয়া পাকিস্তান শুরুতেই ফিরিয়ে দেন কলিন মানরোকে। ছন্দে থাকা বাঁহাতি ওপেনার মোহাম্মদ আমিরের ওপর চড়াও হতে গিয়ে ক্যাচ দেন থার্ডম্যানে।
প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনকে দ্রুত ফেরায় পাকিস্তান। ফাহিম আশরাফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিউ জিল্যান্ড অধিনায়কের দুর্দান্ত ক্যাচ নেন শাদাব।
টেইলরকে নিয়ে গাপটিলের ইনিংস মেরামত প্রচেষ্টার মাঝেই নামে বৃষ্টি। আবার খেলা শুরু হলে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে দলকে সহজ জয় এনে দেন দুই জনে।
বৃষ্টিতে ম্যাচ ২৫ ওভারে নেমে আসায় কোটা পূরণ হয়ে যায় ৫ ওভার করা বাঁহাতি পেসার আমিরের। আরেক পেসার হাসানের দুটি ওভার বাকি ছিল, কিন্তু তিনি কোনো প্রভাবই ফেলতে পারেননি। ফাহিম, রুম্মান রাইস, শাদাবের এলোমেলো বোলিং গাপটিল, টেইলরের কাজটা অনেক সহজ করে দেয়।
অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১৪.২ ওভারে গাপটিল-টেইলর গড়েন ১০৪ রানের জুটি। ৭১ বলে পাঁচটি করে ছক্কা চারে ৮৬ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা গাপটিল। ৪৩ বলে চারটি চারে ৪৫ রানের কার্যকর এক ইনিংস খেলেন টেইলর।
আগামী শনিবার ডানেডিনে হবে তৃতীয় ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫০ ওভারে ২৪৬/৯ (আজহার ৬, ইমাম ২, বাবর ১০, হাফিজ ৬০, মালিক ২৭, সরফরাজ ৩, শাদাব ৫২, ফাহিম ৭, হাসান ৫১, আমির ৮*, রাইস ৬*; সাউদি ২/৫৭, বোল্ট ১/৫৪, স্যান্টনার ১/৩৪, ফার্গুসন ৩/৩৯, অ্যাস্টল ২/৫০, মানরো ০/১১)
নিউ জিল্যান্ড: (২৫ ওভারে লক্ষ্য ১৫১) ২৩.৫ ওভারে ১৫১/২ (গাপটিল ৮৬*, মানরো ০, উইলিয়ামসন ১৯, টেইলর ৪৫*; আমির ১/১৮, রাইস ০/৩৭, ফাহিম ১/৩০, হাসান ০/৩৭, শাদাব ০/২৯)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নিউ জিল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে