
১০০ টাকায় ত্রিদেশীয় সিরিজের টিকিট, ৫০ টাকায় টেস্টের
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2018-01-08 22:03:44.0 BdST Updated: 2018-01-08 22:03:44.0 BdST
আসছে ত্রিদেশীয় সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা। এই টুর্নামেন্টের পর বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের টিকিটের সর্বনিম্ন মূল ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এছাড়া পাওয়া যাবে স্টেডিয়ামের টিকিট বুথেও।
অনলাইনে টিকিট মিলবে ওয়েবসাইট www.shohoz.com-এ। আগামী ১৩ জানুয়ারি, শনিবার থেকে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্টের টিকিট বিক্রি। বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু ১৫ জানুয়ারি।
অনলাইনে টিকিট বুকিং দিতে প্রয়োজন হবে একটি ফটো আইডি ও একটি মোবাইল নম্বরের। ছাত্রছাত্রীদের জন্য স্কুল-কলেজের আইডি কার্ড দিয়েও চলবে। পরে টিকিট সংগ্রহ করার সময় ওই আইডি কার্ড ও ওই নম্বরসহ ফোন সঙ্গে রাখতে হবে।
অনলাইনে নিশ্চিত করা টিকিট পরে সংগ্রহ করতে হবে লোটো স্টোর থেকে। ঢাকায় লোটোর মিরপুর, উত্তরা, এলিফ্যান্ট রোড ও রামপুরা শাখা থেকে সংগ্রহ করা যাবে টিকিট। চট্টগ্রামে পাওয়া যাবে লোটোর অন্দরকিল্লা শাখায়, সিলেটে নয়া সড়ক শাখায়।
এছাড়া ঢাকায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে, চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বুথে ও সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বুথে মিলবে টিকিট। ম্যাচের আগের দিনগুলোয় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। ম্যাচের দিন টিকিট থাকা সাপেক্ষে পাওয়া যাবে ম্যাচের পুরো সময়ই।
ত্রিদেশীয় সিরিজ পুরোটাই হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। এই টুর্নামেন্টের জন্য টিকিটের মূল্য বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা।
মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য টিকিটের মূল্য বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ১ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ৮০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
মিরপুর টেস্টের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই টেস্টের টিকিটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৮০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকা।
টেস্ট সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ম্যাচটি হবে মিরপুরে, পরেরটি সিলেট।
টি-টোয়েন্টির জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের টিকিটের মূল্য বিসিবি ইন্টারন্যাশনাল লাউঞ্জ ২ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৩০০ টাকা, নর্দান ও সাউদার্ন স্ট্যান্ড ১৫০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ১৫০ টাকা, গ্রিন হিল এরিয়া (গ্রিন গ্যালারি) ১০০ টাকা ও ইস্টার্ন গ্যালারি ১০০ টাকা।
ত্রিদেশীয় টুর্নামেন্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে ২৯ জানুয়ারি থেকে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- আবার শেষ ওভারে হারল মুস্তাফিজরা
- রোমাঞ্চকর ম্যাচে সাকিবদের টানা দ্বিতীয় হার
- ব্যাটিং পজিশন নিয়ে মোসাদ্দেকের আপত্তি
- ‘আশার আলো’ আরিফুল
- ওয়াটসনের বিস্ফোরক সেঞ্চুরি
- মোসাদ্দেক কেন চুক্তিতে নেই?
- মোসাদ্দেকের সেঞ্চুরির পর ম্যাচ ড্র
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- ইয়াসিন, শরিফুল গুঁড়িয়ে দিলেন পূর্বাঞ্চলকে
- মিঠুনের সেঞ্চুরি, হলো না তুষারের
সর্বাধিক পঠিত
- যৌন সেবার বিনিময়ে বাড়ি ভাড়া!
- প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠির জবাব পেয়ে ‘আত্মহারা’ সেঁজুতি
- চট্টগ্রামে ইয়াবাসহ ‘নারী ক্রিকেটার’ গ্রেপ্তার
- তদন্তে বের হল, বাবাই খুনি
- সৌদি বাদশাহর প্রাসাদের কাছে ‘ড্রোন’ নামানো হল গুলি করে
- প্যাকেট খোলার ভুলে পেছাতে হল ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা
- আবার শেষ ওভারে হারল মুস্তাফিজরা
- ‘আশার আলো’ আরিফুল
- আনুশকার জন্মদিনের আগে কী বললেন বিরাট?
- ব্যাটিং পজিশন নিয়ে মোসাদ্দেকের আপত্তি
- উল্টোপথের বাসের শিকার দেলোয়ারের ‘পা কাটার কথা শুনে’ হার্ট অ্যাটাক
- বাসচাপায় পা হারানো রোজিনার অবস্থা ‘সঙ্কটাপন্ন’
- কোটার সংস্কার চায় সংসদীয় কমিটি
- স্প্যানিশ কাপের ফাইনালে গোলের রেকর্ড স্পর্শ মেসির
- কাঠমান্ডুর প্রতিবেদনে ‘অসঙ্গতি’ দেখছে ইউএস-বাংলা