দেশকে ম্যাচ জেতানোর চেয়ে বড় কিছু নেই: মিঠুন
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2018 09:27 PM BdST Updated: 08 Jan 2018 09:28 PM BdST
ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মার মোহাম্মদ মিঠুনের নজর এবার আন্তর্জাতিক ক্রিকেটে। দেশের হয়ে নিজেকে প্রমাণ করতে উন্মুখ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। খেলার সুযোগ পেলে দলকে জিতিয়ে দিতে চান আস্থার প্রতিদান।
২০১৪ সালে দুটি ওয়ানডে খেলার পর আর এই সংস্করণে খেলা হয়নি মিঠুনের। ভারতের বিপক্ষে এক ম্যাচে ব্যাট করতে হয়নি, অন্যটিতে ফিরেন ২৬ রান করে। মিঠুন মনে করেন, নিজেকে মেলে ধরতে না পারাতেই বাদ পড়তে হয়েছিল তাকে।
“আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে পারিনি।… দল থেকে বাদ পড়া সব সময়ই কষ্টের। দল থেকে বাদ পড়তে কেউই চায় না। বাংলাদেশ দলে খেলা এবং পারফরম করা সবারই স্বপ্ন থাকে। আবার তা করার সুযোগ এসেছে, তাই ব্যক্তিগতভাবে আমি খুব খুশি।”
ক্লাব ক্রিকেটে কিংবা ফ্র্যাঞ্চাইজির হয়ে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন মিঠুন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দেশের জন্য রান করা, দেশের জন্য ভালো খেলা।

দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিকুর রহিম। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দলে ফিরেছেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান এনামুল হক। একাদশে জায়গা পাওয়ার লড়াইটা খুব তীব্র। সে সব নিয়ে না ভেবে নিজেকে প্রস্তুত রাখতে চান মিঠুন।
“আমি দলে মাত্র এসেছি। আমার নিজের একটা পরিকল্পনা আছে। আমাদের দলের পরিকল্পনার সঙ্গে নিজেরটা মিলিয়ে নিতে হবে। এখনও আমি জানি না আমার ভূমিকা কি হবে। যখন জানতে পারব তখন নিজেকে সেভাবে প্রস্তুত করার চেষ্টা করব।”
“দেশকে যদি একটা ম্যাচ জেতাতে পারি তাহলে এর থেকে ভালো কিছু আর হতে পারে না। অবশ্যই সুযোগ এলে ম্যাচ জেতানোর চেষ্টা করব। যদি খেলি- যতটুকু অবদান রাখা সম্ভব তারচেয়েও বেশি কিছু করার চেষ্টা থাকবে।”
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
-
বাংলাদেশের হতাশার ব্যাটিংয়ের পর ব্র্যাথওয়েট-ক্যাম্পবেলের দৃঢ়তা
-
এক সেশনে ৪ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
-
ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
-
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি, অপেক্ষায় ওভারটন
-
ভালো সেশনে আক্ষেপ তামিমের আউট
-
কেয়ারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে শেষ অস্ট্রেলিয়ার
সর্বাধিক পঠিত
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- যাদের ভিটেমাটিতে পদ্মা সেতু, কেমন আছেন তারা?
- পদ্মা সেতু দক্ষিণ থানায় প্রথম আসামি গ্রেপ্তার
- পদ্মা সেতুর উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতু: এক নজরে
- পদ্মা সেতু খুলছে, কতটা প্রস্তুত ঢাকা?
- বিশ্বকাপে দলগুলোর স্কোয়াডের আকার বাড়ল
- টানা ৩ সেঞ্চুরিতে মিচেলের ইতিহাস
- গাড়ির তেল ফুরালে ‘অপহরণ’ থেকে রক্ষা পেলেন নারী