আফগানিস্তান দলে শাহজাদ

এক বছরের জন্য নিষিদ্ধ মোহাম্মদ শাহজাদ ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন আফগানিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 05:50 PM
Updated : 7 Jan 2018, 05:50 PM

আগামী ১৭ জানুয়ারি শেষ হবে শাহজাদের নিষেধাজ্ঞা। ডোপিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বিস্ফোরক এই ব্যাটসম্যান।

দুই সংস্করণের ক্রিকেটেই ফিরেছেন সামিউল্লাহ শেনওয়ারি। গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন এই অলরাউন্ডার। গত বছর জুলাইয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পেসার হামিদ হাসান ফিরেছেন টি-টোয়েন্টি দলে। আরেক পেসার দৌলত জাদরান আছেন ওয়ানডে দলে, জায়গা পাননি অন্য সংস্করণে।

এই সিরিজ দিয়ে শুরু হবে আফগানিস্তানের নতুন কোচ ফিল সিমন্সের পথ চলা।

আফগানিস্তান ওয়ানডে দল: আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জাভেদ আহমাদি, ইহসানউল্লাহ জানাত, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, নাসির জামাল, মোহাম্মদ নবি, গুলাবাদিন নাইব, রশিদ খান, মুজিব জাদরান, শরাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান।   

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, করিম সাদিক, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, সামিউল্লাহ শেনওয়ারি, আফতাব আলম, মোহাম্মদ নবি, গুলাবাদিন নাইব, রশিদ খান, মুজিব জাদরান, শরাফুদ্দিন আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান।