গত জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায়নিজেদের সবশেষ ওয়ানডে সিরিজ খেলে জিম্বাবুয়ে। ৩-২ ব্যবধানে জেতা সেই সিরিজের দলে ৭টিপরিবর্তন এনেছেন জিম্বাবুয়ের নির্বাচকরা।
দলে জায়গা পেয়েছেনএকদমই আনকোরা দুই নতুন মুখ ব্র্যান্ডন মাভুতা ও রায়ান মারি। ২০ বছর বয়সী লেগ স্পিনারমাভুতা লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মাত্র একটি। তবে৯টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ২৬ উইকেট। ১৯ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান মারিলিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেনদুটি।
নবগঠিত জিম্বাবুয়েরঅ্যাকাডেমিতে দুজনের পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। প্রধান নির্বাচক ও সাবেকঅধিনায়ক টাটেন্ডা টাইবুর উদ্যোগে গঠিত হয়েছে জিম্বাবুয়ের এই অ্যাকাডেমি। প্রতি মৌসুমেএই অ্যাকাডেমি থেকে সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের ট্রেনিং করানো হবে ইংল্যান্ডে।
কোনো লিস্ট ‘এ’ ম্যাচ না খেলেই সুযোগ পেয়েছেনব্লেজিং মুজারাবানি। তবে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার দিনের টেস্টে অভিষেকহয়েছে ২১ বছর বয়সী এই পেসারের।
স্পিনে জিম্বাবুয়েরঅন্যতম সেরা ব্যাটসম্যান বলে বিবেচিত অলরাউন্ডার শন উইলিয়ামস নেই দলে। সবশেষ সিরিজেরদল থেকে বাদ পড়েছেন রায়ান বার্ল, চামু চিবাবা, কার্ল মুম্বা, তাসিরাই মুসাকান্দা ওডোনাল্ড তিরিপানো।
১৫ জানুয়ারি বাংলাদেশেরবিপক্ষে জিম্বাবুয়ের লড়াই দিয়ে শুরু ত্রিদেশীয় টুর্নামেন্ট। তার আগে ১৩ জানুয়ারি বিসিবিএকাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: গ্রায়েম ক্রিমার (অধিনায়ক), হ্যামিল্টনমাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর,ম্যালকম ওয়ালার, রায়ান মারি, তেন্দাই চিসোরো, ব্র্যান্ডন মাভুতা, ব্লেজিং মুজারাবানি,ক্রিস এমপোফু, তেন্দাই চাতারা, কাইল জার্ভিস।