প্রস্তুতি ম্যাচের অধিনায়ক শান্ত

গত কিছুদিনে হাই পারফরম্যান্স দল ও বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন। নাজমুল হোসেন শান্ত এবার নেতৃত্ব দেবেন বিসিবি একাদশকে। ত্রিদেশীয় টুর্নামেন্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের অধিনায়ক এই বাঁহাতি ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 01:03 PM
Updated : 7 Jan 2018, 10:34 PM

জিম্বাবুয়ের বিপক্ষে বিসিবি একাদশের ম্যাচটি হবে আগামী ১৩ জানুয়ারি, বিকেএসপিতে।

বিসিবি একাদশে আছেন ত্রিদেশীয় টুর্নামেন্টের বাংলাদেশ দলে জায়গা পাওয়া চার ক্রিকেটার এনামুল হক, আবুল হাসান, মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান। চারজনের প্রথম তিনজন দীর্ঘদিন পর ফিরেছেন ওয়ানডে দলে।

চোখের সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় মূল দলে জায়গা না পাওয়া মোসাদ্দেক হোসেন খেলবেন প্রস্তুতি ম্যাচে।

এবার জাতীয় লিগ ও বিপিএলে আলো ছড়ানো দুই অলরাউন্ডার আরিফুল হক ও মেহেদি হাসানও জায়গা পেয়েছেন প্রস্তুতি ম্যাচের দলে। পেস বোলিংয়ে আছেন উঠতি তিন পেসার ইমরান আলি এনাম, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।

ত্রিদেশীয় সিরিজের আগে জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচ খেললেও খেলবে না শ্রীলঙ্কা।

বিসিবি একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান, আরিফুল হক, মেহেদি হাসান, ইমরান আলি, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তানবীর হায়দার।