দ.আফ্রিকায় খরুচে বোলিং কাল হল তাসকিনের
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2018 05:36 PM BdST Updated: 08 Jan 2018 04:32 AM BdST
এক দিন দারুণ বোলিং করেন তো অন্য দিন ছন্দহীন তাসকিন আহমেদ। তার মাশুল দিতে হল ওয়ানডে দলে জায়গা হারিয়ে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ধারাবাহিকতা পেতে তরুণ পেসারকে ঘরোয়া ক্রিকেটে বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার পরামর্শ দিয়েছেন।
দক্ষিণ আফ্রিকায় বিবর্ণ তাসকিনের দল থেকে বাদ পড়াটা অনুমতিই ছিল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেন দুই উইকেট, তিন ম্যাচেই করেন খরুচে বোলিং। কিম্বার্লিতে প্রথম ওয়ানডেতে ৮ ওভারে ৬১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে ৯ ওভারে দেন ৭১ রান।
তৃতীয় ম্যাচে দেখা পান উইকেটের, এদিন করেন সবচেয়ে খরুচে বোলিং। ৭ ওভারে ৬৬ রান দিয়ে নেন দুটি উইকেট। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণার সময় প্রধান নির্বাচক জানান, তারা চান ধারাবাহিকতা ফিরে পেতে বড় দৈর্ঘ্যের ক্রিকেট খেলুক তাসকিন।
“তাসকিন আহমেদেরও ধারাবাহিকতা নেই। সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাশিত ফর্মে ছিল না। সেই হিসেবে আমরা মনে করি, ওর ঘরোয়া ক্রিকেটে খেলার প্রয়োজন আছে। বিশেষ করে বড় দৈর্ঘ্যের ক্রিকেট। এই কারণেই তাকে ‘ব্রেক’ দেওয়া হয়েছে।”
১৬ সদস্যের বাংলাদেশ দলে অধিনায়ক মাশরাফির সঙ্গে পেস বোলিং আক্রমণে আছেন মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তাদের সঙ্গী দুই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন ও আবুল হাসান।
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর