ব্র্যাডম্যানের পরে, সোবার্সের পাশে স্মিথ

ম্যাসন ক্রেইনের শর্ট বলে পুল করে একটি রান। বড় পর্দায় ফুটে উঠল মাইলফলকের প্রতিচ্ছবি। সিডনির ৪৪ হাজার দর্শকের করতালি। বার দুয়েক ব্যাট তুললেন স্টিভেন স্মিথ, আলতো করে। উদযাপন হলো খুব সাধারণ, কিন্তু অর্জনটি দারুণ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2018, 08:56 AM
Updated : 5 Jan 2018, 09:22 AM

অ্যাশেজের সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ওই সিঙ্গেলেই স্মিথ স্পর্শ করলেন ৬ হাজার রান। টেস্ট ইতিহাসে এই মাইলফলক স্পর্শ করেছেন ৬৪ জন। তবে স্মিথের চেয়ে দ্রুত পেরেছেন মাত্র একজন!

সেই একজন এমন এক ব্যাটসম্যান, ব্যাটিংয়ের রেকর্ডের অনেকগুলো যিনি নিজের করে নিয়েছেন একরকম চিরতরেই। ৬৮ ইনিংসে ৬ হাজার ছুঁয়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যান। অনেকটা এগিয়ে থেকে বিশ্বরেকর্ড তার।

স্মিথ দ্বিতীয় দ্রুততম ১১১ ইনিংসে ৬ হাজার ছুঁয়ে। এখানে অবশ্য একজন সঙ্গী আছে তার। তিনিও ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন। ৬ হাজার ছুঁতে ১১১ ইনিংস লেগেছিল স্যার গ্যারি সোবার্সেরও। ১১৪ ইনিংসে ৬ হাজার করে রেকর্ডের তিনে ওয়ালি হ্যামন্ড।

গত মার্চ মাসেই ৫ হাজার ছুঁয়েছিলেন স্মিথ। সেখান থেকে ৬ হাজার ছুঁতে লাগল মাত্র ১৪ ইনিংস।

দ্বিতীয় দিন শেষে ৪৪ রানে অপরাজিত স্মিথ। গত বছরের সর্বোচ্চ রান সংগ্রহকারী নতুন বছরও শুরু করলেন দারুণ ভাবে।