ব্যাটে, বলে ও দলে শীর্ষে নিউ জিল্যান্ড

ব্যাটসম্যানের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে কলিন মানরো। বোলারদের শীর্ষে ইশ সোধি। ব্যাটে-বলে যারা শীর্ষে, তাদের দল কেন থাকবে পিছিয়ে! আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দল হিসেবেও শীর্ষে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2018, 01:19 PM
Updated : 4 Jan 2018, 01:19 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে টপকে শীর্ষে উঠে গেছে নিউ জিল্যান্ড।

এই সিরিজেই রেকর্ড গড়া পারফরম্যান্সে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছেন মানরো। প্রথম দুই ম্যাচে ফিফটির পর তৃতীয় ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন তিনটি সেঞ্চুরির রেকর্ড। গড়েন তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ডও (২২৩)।

এই পারফরম্যান্সে এক সিরিজেই মানরো অর্জন করেছেন ১৩৭ রেটিং পয়েন্ট। এক লাফে ১১ ধাপ এগিয়ে উঠে গেছেন শীর্ষে। নিউ জিল্যান্ডের হয়ে শীর্ষ ব্যাটসম্যান হয়েছিলেন এর আগে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল।

সোধির লাফটাও বেশ লম্বা। এক সিরিজে অর্জন করেছেন ৭০ রেটিং পয়েন্ট। দশম থেকে উঠে এসেছেন এক নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডের হয়ে শীর্ষে থাকার স্বাদ আগে পেয়েছেন শেন বন্ড ও ড্যানিয়েল ভেটোরি।