নাটকীয় ধসে ম্যাচ হারল বাংলাদেশের যুবারা

শুরুটা ভালো না হলেও সামলে নিয়েছিল পরের ব্যাটসম্যানরা। কিন্তু শেষে নাটকীয় ধসে অল্প রানেই গুটিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পরিণতি পরাজয়।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 10:19 AM
Updated : 3 Jan 2018, 10:19 AM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্ততি ম্যাচে ওটাগো ‘এ’ দলের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।

ডানেডিনে বুধবার ৪০.২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ওটাগো জিতে যায় ৭৯ বল বাকি রেখে।

ইউনিভার্সিটি অব ওটাগো ওভাল মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দুই ওপেনার পিনাক ঘোষ (১৫) ও নাইম শেখকে (২) হারায় দ্রুতই। তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন সাইফ হাসান ও তৌহিদ হৃদয়।

৬৯ বলে ৫৪ রানে অধিনায়ক সাইফ আউট হলে ভাঙে এই জুটি। খানিক পর রান আউট হয়ে যান হৃদয় (১৫)।

সেই ধাক্কা সহ-অধিনায়ক আফিফ হোসেন ও আমিনুল ইসলামের ব্যাটে কাটিয়ে উঠেছিল দল। ৫৯ রানের জুটি গড়েন দুজন।

৩ চার ও ২ ছক্কায় আফিফ ৪০ রান করে আউট হওয়ার পরই বিপত্তি। ২২ রানে আউট হন আমিনুল। একের পর এক ব্যাটসম্যানের আসা-যাওয়ার মিছিল। ১৩ রানের মধ্যে বাংলাদেশ হারায় শেষ ৬ উইকেট। শেষ ৫ ব্যাটসম্যান মিলে রান করেছেন ৭!

ওটাগোর পেসার ক্রিস্টি ভিলিওন ৫ উইকেট নেন ৩২ রানে।

রান তাড়ায় ওটাগো অনেকটা এগিয়ে যায় উদ্বোধনী জুটিতেই। জিডব্লু ক্রাউডিস ও হ্যামিশ রাদারফোর্ড গড়েন ৮৮ রানের জুটি।

নিউ জিল্যান্ডের হয়ে ১৬ টেস্ট খেলা রাদারফোর্ড ফেরেন ৪৪ রানে। ৭৩ রানে রান আউট হন ক্রাউডিস। পরে ভিসাভাদিয়ার অপরাজিত ৩০ রানে সহজেই জেতে ওটাগো।

ডানেডিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃ্ষ্টিতে।