মানরোর রেকর্ড সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডের বিশাল জয়

প্রথম দুই ম্যাচে ফিফটি ছোঁয়ার পর কলিন মানরোকে ফেরাতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার আর পারেনি। তিন অঙ্ক ছুঁয়ে নিউ জিল্যান্ডের বাঁহাতি ওপেনার গড়েছেন রেকর্ড। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে কেন উইলিয়ামসনের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2018, 09:48 AM
Updated : 3 Jan 2018, 10:17 AM

তৃতীয় ও শেষ ম্যাচ ১১৯ রানে জিতে ২-০ ব্যবধানে সিরিজ ঘরে তুলেছে নিউ জিল্যান্ড। বৃষ্টিতে ভেসে যাওয়া দ্বিতীয় ম্যাচে ৬৬ রান করেন মানরো। আগের ম্যাচে খেলেন ৫৩ রানের দারুণ এক ইনিংস।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি পেলেন মানরো। তার ঝড়ো ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড পায় নিজেদের সর্বোচ্চ সংগ্রহ; ৫ উইকেটে ২৪৩ রান। তাদের আগের সেরা ছিল ২১৪। জবাবে ১২৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টিতে এক ইনিংসে নিজেদের সর্বোচ্চ ১৯ ছক্কা হাঁকিয়েছে নিউ জিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে তাদের চেয়ে বেশি ছক্কা হাকানোর কৃতিত্ব আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ (২১) ও ভারতের (২১)।

মাউন্ট মঙ্গানুইয়ে বে ওভালে টস জিতে ব্যাট করতে নামা নিউ জিল্যান্ডকে দারুণ শুরু এনে দেন মার্টিন গাপটিল ও মানরো। শুরুর জুটি ১১.৩ ওভারে তুলে ফেলে ১৩৬ রান।

৩৮ বলে ৫টি চার আর দুটি ছক্কায় ৬৩ রান করা গাপটিলকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন রায়াদ এমরিট।

টম ব্রুসের সঙ্গে ৫৫ রানের জুটিতে দলকে দুইশ রানের কাছাকাছি নিয়ে যান মানরো। আনারু কিচেন, কেন উইলিয়ামস ফিরেন দ্রুত। শেষ ওভারের প্রথম বলে ফিরেন মানরো। ৫৩ বলে খেলা তার ১০৪ রানের ইনিংসে ১০টি ছক্কার পাশে চার তিনটি।

২৬ বলে ৫০ স্পর্শ করেন মানরো। ৪৭ বলে সেঞ্চুরি। তার ব্যাটে রানের পাহাড় গড়া স্বাগতিকরা জিতেছে অনায়াসে।

বিশাল লক্ষ্য তাড়ার আগেই ধাক্কা খায় অতিথিরা। চোট পেয়ে মাঠ ছাড়েন শেই হোপ। তরুণ এই ব্যাটসম্যান ব্যাটিংয়ে নামেননি।

প্রথম ওভারে দুই ওপেনারকে শূন্য হাতে ফিরিয়ে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের আশা প্রায় শেষ করে দেন টিম সাউদি। চ্যাডউইক ওয়ালটন পান গোল্ডেন ডাকের স্বাদ, দুই বল খেলে শূন্য রানে ফিরেন ক্রিস গেইল।

বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে যা একটু লড়েছেন আন্দ্রে ফ্লেচার। নেই বলার মতো কোনো জুটি। ৩২ বলে ৪৬ রান করা ফ্লেচার ছাড়া কেউই যেতে পারেননি বিশ পর্যন্ত।

২১ রানে ৩ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সেরা বোলার সাউদি। দুটি করে উইকেট নেন ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।

জয় ছাড়াই নিউ জিল্যান্ড সফর শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয় দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ২০ ওভারে ২৪৩/৫ (গাপটিল ৬৩, মানরো ১০৪, ব্রুস ২৩, কিচেন, ৯, উইলিয়ামসন ১৯, ফিলিপস ৭*, স্যান্টনার ৬*; টেইলর ১/৫৩, বদ্রি ০/৫১, নার্স ০/৪৩, ব্র্যাথওয়েট ২/৫০, এমরিট ১/৪২)

ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৩ ওভারে ১২৪ (ওয়ালটন ০, গেইল ০, ফ্লেচার ৪৬, পাওয়েল ১৬, হেটমায়ার ৭, ব্র্যাথওয়েট ১৫, নার্স ১৪*, এমরিট ৫, টেইলর ১৩, বদ্রি ২, হোপ চোট পেয়ে অনুপস্থিত; সাউদি ৩/২১, বোল্ট ২/২৯, কিচেন ১/৩৩, স্যান্টনার ০/১৬, সোধি ২/২৫)

ফল: নিউ জিল্যান্ড ১১৯ রানে জয়ী

সিরিজ: ২-০ ব্যবধানে জয়ী নিউ জিল্যান্ড

ম্যান অব দ্য ম্যাচ: কলিন মানরো