পাকিস্তান ওয়ানডে দলে ফিরলেন আজহার, আমির

নিউ জিল্যান্ড সফরের পাকিস্তান ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আহমেদ শেহজাদ। তার জায়গায় পাঁচ ম্যাচ সিরিজের দলে ফিরেছেন আজহার আলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 02:44 PM
Updated : 23 Dec 2017, 03:26 PM

চোটের জন্য ১৫ সদস্যের দলে নেই দুই বাঁহাতি পেসার জুনাইদ খান ও উসমান খান। হাঁটুর চোটের জন্য জায়গা হয়নি অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের।

চোটের জন্য গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে না খেলা বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ফিরেছেন দলে।

গত জানুয়ারিতে শেষ ওয়ানডে খেলা অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ এসেছেন ইমাদের জায়গায়। ২০১৫ সালের নভেম্বরের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেস বোলিং অলরাউন্ডার আমির ইয়ামিন ডাক পেয়েছেন সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলে।

আগামী ৬ জানুয়ারি ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবে পাকিস্তান।

পাকিস্তান ওয়ানডে দল: সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), আজহার আলি, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহাইল, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলি, আমির ইয়ামিন, রুম্মান রাইস।