সালমান, মোসাদ্দেকের ফিফটিতে বরিশালের ড্র

নাসির হোসেনের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে চাপে পড়ে যাওয়া ম্যাচে ড্র করেছে বরিশাল। দুই তরুণ সালমান হোসেন ও মোসাদ্দেক হোসেনের ফিফটিতে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে টিকে গেছে দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2017, 12:00 PM
Updated : 23 Dec 2017, 12:00 PM

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ৫ উইকেটে ৫৭০ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে রংপুর। দিনের শুরুতেই ফিরেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধীমান ঘোষ।

২৭০ রান নিয়ে খেলা শুরু করা নাসির ছিলেন সাবধানী। খেলছিলেন এক-দুই নিয়ে। নিজের জোনে বল পেলে তুলে নিচ্ছিলেন বাউন্ডারি। তার ট্রিপল সেঞ্চুরির জন্যই ইনিংস ঘোষণায় দেরি করছিলেন অধিনায়ক।

কাঙ্ক্ষিত ট্রিপল সেঞ্চুরি পাওয়া হয়নি নাসিরের। ২৯৫ রান করে লিঙ্কন দের বলে ক্যাচ দেন ফজলে মাহমুদকে। ম্যাচ সেরা লিটনের ৫১০ বলে খেলা ৬০৩ মিনিট স্থায়ী ইনিংসটি গড়া ৩২টি চার ও তিনটি ছক্কায়।  

নাসির আউট হতেই ৭ উইকেটে ৬১৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন রংপুর অধিনায়ক সাজেদুল ইসলাম।

২৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল ৪ উইকেটে করে ২১৭ রান। এরপর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

দুই ওপেনার রাফসান আল মাহমুদ ও ফজলে মাহমুদ বরিশালকে এনে ভালো শুরু। স্টাম্পড হওয়ার আগে ৯৬ বলে ৬১ রান করেন সালমান। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৫৬ বলে ৫০ রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৩৩৫

রংপুর ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ৫৭০/৫) ১৭৬.৩ ওভারে ৬১৪/৭ ডিক্লে. (লিটন ৪৩, সায়মন ১৩, শুভ ১১, নাঈম ৫৪, নাসির ২৯৫, আরিফুল ১৬২, ধীমান ১৬, সাজেদুল ৮*; রাব্বি ১৩৪/২, লিঙ্কন ১/৩৭, মনির ৩/১৫১, সোহাগ ০/১২৬, সালমান ১/৪৮, মোসাদ্দেক ০/৪৩, মাহমুদ ০/২০, নুরুজ্জামান ০/২১, আল আমিন জুনিয়র ০/২৪)

বরিশাল ২য় ইনিংস: ৬২.২ ওভারে ২১৭/৪ (রাফসান ৩৫, মাহমুদ ৩৭, সালমান ৬১, আল আমিন জুনিয়র ১৬, মোসাদ্দেক ৫০*, নুরুজ্জামান ৬*; শুভাশিস ০/১৬, আরিফুল ০/৩, নাঈম ১/২৪, শুভ ১/৬৬, ধীমান ০/২৫, তানবীর ২/৭৭)

ফল: ম্যাচ ড্র

ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন