তাইজুলের ৫ উইকেট

বিপিএলে ৮ ম্যাচের ছয়টিতেই উইকেট না পাওয়া তাইজুল ইসলাম চেনা ছন্দে ফিরেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। ৫ উইকেট নিয়ে ৩২৮ রানে থামিয়েছেন ঢাকা মেট্রোকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 04:26 PM
Updated : 21 Dec 2017, 04:26 PM

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে রাজশাহীর স্কোর বিনা উইকেটে ৯৫। ২০ ওভার ব্যাট করে ২০টি বাউন্ডারি তুলে নিয়েছেন দুই ওপেনার মিজানুর রহমান ও নাজমুল হোসেন শান্ত। এখনও ২৩৩ রানে পিছিয়ে আগেই প্রথম স্তরে ওঠা নিশ্চিত করা রাজশাহী।

মিজানুর ১১টি চারে ৬১ বলে অপরাজিত ৪৭ রানে। তরুণ শান্ত ৬০ বলে ৯টি চারে করেছেন ৪৩ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৪ উইকেটে ২১০ রান নিয়ে খেলা শুরু করে মেট্রো। কোনো রান যোগ করার আগেই ফিরেন মোহাম্মদ আশরাফুল।

আগের দিন ৩ উইকেট নেওয়া তাইজুল ফিরিয়ে দেন মেহরাব হোসেন জুনিয়রকে। পরে নিহাদ-উ-জামানকে বোল্ড করে প্রথম শ্রেণির ক্রিকেট তাইজুল নেন নিজের পঞ্চদশ ৫ উইকেট।

দলীয় ২৮৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাবিদ হোসেন ৮টি চারে করেন ৩৬ রান। দশম উইকেটে আবু হায়দার ও তাসকিন আহমেদের ৪১ রানের জুটি মেট্রোকে নিয়ে যায় ৩২৮ রানে।

১০৫ রানে ৫ উইকেট নিয়ে রাজশাহীর সেরা বোলার তাইজুল। অলরাউন্ডার ফরহাদ রেজা ৩ উইকেট নেন ৫৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২১০/৪) ৯০.৩ ওভারে ৩২৮ (শামসুর ১৮, সাদমান ৭৫, সৈকত ৫, মার্শাল ৬৭, আশরাফুল ২২, মেহরাব জুনিয়র ৩৯, আসিফ ১৩, জাবিদ ৩৬, নিহাদ ০, হায়দার ২৭*, তাসকিন ১৯; শফিউল ২/৭১, রেজা ৩/৫৭, তাইজুল ১০৫/৫, দেলোয়ার ০/৭৪, শান্ত ০/১৪)

রাজশাহী ১ম ইনিংস: ২০ ওভারে ৯৫/০ (শান্ত ৪৩*, মিজানুর ৪৭*; তাসকিন ০/২৭, হায়দার ০/৪০, সৈকত ০/৭, আশরাফুল ০/৯, নিহাদ ০/৮)