সাজ্জাদের স্পিনে চট্টগ্রামের লিড

২১৫ রানের পুঁজি নিয়েও ৭৮ রানের লিড পেয়েছে চট্টগ্রাম। সিলেটকে মাত্র ১৩৭ রানে গুঁড়িয়ে দিয়ে দলকে সেই লিড এনে দেওয়ায় সবচেয়ে বড় অবদান ইফতেখার সাজ্জাদের। দুই ওপেনারের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ভালো শুরু পাওয়া চট্টগ্রাম আছে বড় লক্ষ্য দেওয়ার পথে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 04:06 PM
Updated : 21 Dec 2017, 04:06 PM

বৃহস্পতিবার জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান। দলটি এগিয়ে আছে ২৬৭ রানে।

প্রথম ইনিংসে ৮১ রানের ইনিংস খেলা ইয়াসির আলী চৌধুরী অপরাজিত ১৪ রানে। তার সঙ্গী সাঈদ সরকার খেলছেন ১৩ রানে।

সাদিকুর রহমান ও জসিম উদ্দিনের ৯২ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে ভালো সূচনা পায় চট্টগ্রাম। ৮টি চারে ৫৪ রান করা সাদিকুরকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙেন আবুল হাসান। ৪টি চারে ৫৬ রান করা জসিমকে বিদায় করেন এনামুল হক জুনিয়র।

মুমিনুল হক ও তাসামুল হক ফিরেন থিতু হয়ে। রানের খাতাই খুলতে পারেননি সাজ্জাদুল হক। তবে আশা বাঁচিয়ে এখনও টিকে আছেন ইয়াসির। সাঈদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, সাজ্জাদদের নিয়ে সিলেটকে বড় লক্ষ্য দেওয়ার চ্যালেঞ্জ তার সামনে।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ৩ উইকেটে ৫৪ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক দল। সকালের সতর্ক ব্যাটিংয়ে কোনো ক্ষতি ছাড়াই আরও ২০ রান যোগ করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রাজিন সালেহ ও সায়েম আলম।

সায়েমকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন সাইফ। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ১৩৭ রানে গুটিয়ে যায় সিলেট। স্বাগতিকরা ৩৯ রানে হারায় শেষ ৬ উইকেট। তার চারটিই নেন অফ স্পিনার সাজ্জাদ। সব মিলিয়ে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার। পেসার মেহেদী হাসান রানা ৩ উইকেট নেন ৩০ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম ১ম ইনিংস: ২১৫

সিলেট ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৫৪/৩) ৪৯.৪ ওভারে ১৩৭ (সায়েম ২৬, শানাজ ১০, ইমতিয়াজ ১৯, জাকির ১, রাজিন ২৬, শাহানুর ১৪, জাকের ০, হাসান ২৭, এনামুল জুনিয়র ২, জায়েদ ০, এবাদত ১*; সাইফ ১/২৯, রানা ৩/৩০, সাজ্জাদ ৫/৪৩, শাখাওয়াত ১/৩৪)

চট্টগ্রাম ২য় ইনিংস: ৫৪.৪ ওভারে ১৮৯/৫ (সাদিকুর ৫৪, জসিম ৫৬, মুমিনুল ২০, তাসামুল ২০, ইয়াসির ১৪, সাজ্জাদুল ০, সাঈদ ১৩*; হাসান ১/৪৪, এবাদত ২/৪২, এনামুল জুনিয়র ১/৫৬, শাহানুর ১/৪৩)