সাদমান-মার্শালের ফিফটি

শুরুতে সাদমান ইসলাম, চারে নেমে মার্শাল আইয়ুব। পঞ্চাশ পেরুলেন দুজনই, খেললেন দারুণ। তবে যেতে পারলেন না সেঞ্চুরি পর্যন্ত। অবশ্য ভালো অবস্থানে নিতে পেরেছেন দলকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 12:57 PM
Updated : 20 Dec 2017, 01:44 PM

জাতীয় লিগের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীতে প্রথম দিনে রাজশাহীর বিপক্ষে ৪ উইকেটে ২১০ রান তুলেছে ঢাকা মেট্রো। আলোকস্বল্পতায় দেরিতে শুরু ও আগে শেষ হওয়ায় দিনে খেলা হয়েছে ৫৩ ওভার।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকা মেট্রো শুরুর দিকেই হারায় অভিজ্ঞ ওপেনার শামসুর রহমান ও তিনে নামা সৈকত আলিকে।

তৃতীয় উইকেটে ৯৮ রানের জুটি গড়েন সাদমান ও মার্শাল। অধিনায়ক মার্শাল ব্যাট করেছেন ঝড়ের গতিতে। ৩৯ বলে স্পর্শ করে ফিফটি।

শেষ পর্যন্ত মার্শালের বিদায়েই ভাঙে জুটি। ১১ চার ও ২ ছক্কায় ৫৪ বলে ৬৭ রানে ফেরেন মার্শাল।

১১ চার ও ২ ছক্কা ছিল সাদমানের ইনিংসেও। ১২১ বলে করেছেন ৭৫। থিতু এই দুই ব্যাটসম্যানকেই আউট করেন তাইজুল ইসলাম।

দিনের বাকি সময় আর কোনো উইকেট হারাতে দেননি মেহরাব জুনিয়র ও মোহাম্মদ আশরাফুল।

সংক্ষিপ্ত স্কোর:

৫৩ ওভারে ২১০/৪ (শামসুর ১৮, সাদমান ৭৫, সৈকত ৫, মার্শাল ৬৭, আশরাফুল ২২*, মেহরাব ২২*; শফিউল ১/৪৬, ফরহাদ রেজা ০/৩৮, তাইজুল ৩/৬৭, দেলোয়ার ০/৪৪, শান্ত ০/১৪)।