সোহাগ গাজীর ১ রানের আক্ষেপ

বিপিএলে বল হাতে বড় ভূমিকা রেখেছেন রংপুরের শিরোপা জয়ে। তবে জাতীয় লিগে রংপুর তার প্রতিপক্ষ। বরিশালের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে সোহাগ গাজী ভোগালেন রংপুরকেই। শেষ পর্যন্ত যদিও পুড়েছেন ১ রানের আক্ষেপে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 12:22 PM
Updated : 20 Dec 2017, 01:45 PM

জাতীয় লিগের শেষ রাউন্ডের প্রথম দিনে বুধবার রংপুর বিভাগের বিপক্ষে ৬ উইকেটে ২৮০ রান করেছে বরিশাল বিভাগ।

এমনিতে অফ স্পিনার হিসেবে পরিচিত হলেও বড় দৈর্ঘ্যের ম্যাচে সোহাগ পুরোদস্তুর অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি সেঞ্চুরি করে ফেলেছেন। আরেকটির খুব কাছে গিয়েও পারলেন না। আউট হয়েছেন ৯৯ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নামা বরিশাল ৫০ রানে হারিয়েছিল ৩ উইকেট। চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন ও আল আমিন।

দুজনের কেউই বড় করতে পারেননি ইনিংস। ৫০ রান করেছেন আল আমিন, ৩৫ মোসাদ্দেক। দুজনকে পরপর দুই বলে ফেরান লেগ স্পিনার তানভির হায়দার।

ষষ্ঠ উইকেটে আরেকটি দারুণ জুটি পায় বরিশাল। নুরুজ্জামানকে নিয়ে ১৪৫ রানের জুটি গড়েন সোহাগ।

বরাবরের মতোই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন সোহাগ। কিন্তু থামতে হলো সেঞ্চুরির কাছে। ৯৯ রানে সাজেদুলের বাঁহাতি পেসে ক্যাচ দিলেন নাসির হোসেনকে। ১০৪ বলের ইনিংসে ১৩ চারের সঙ্গে মেরেছেন ১ ছক্কা।

আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হয়েছে একটু আগেই। নুরুজ্জামান তখন অপরাজিত ৫১ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৮০/৬ (রাফসান ২৫, ফজলে রাব্বি ১, সালমান ৮, আল আমিন ৫০, মোসাদ্দেক ৩৫, নুরুজ্জামান ৫১*, সোহাগ ৯৯, শামসুল ২*; শুভাশিস ২/৩১, সাজেদুল ১/৫১, সাদ্দাম ০/৩৮, আরিফুল ১/৫৬, তানভির ২/৫০, সোহরাওয়ার্দী ০/৩১, নাসির ০/১৫)।