ব্রেসওয়েল, অ্যাস্টল এগিয়ে নিলেন নিউ জিল্যান্ডকে

১৪ মাস পর দলে ফিরেই দুর্দান্ত বোলিং করলেন ডগ ব্রেসওয়েল। অভিষেকে আলো ছড়ালেন টড অ্যাস্টল। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করল নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2017, 07:30 AM
Updated : 20 Dec 2017, 07:30 AM

ক্রিস গেইল, এভিন লুইসরা ফিরলেও পারলেন না ওয়েস্ট ইন্ডিজকে জেতাতে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড।

বুধবার ফাঙ্গারেইতে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছিল ৫০ ওভারে ২৪৮। নিউ জিল্যান্ড জিতেছে ২৪ বল বাকি রেখে।

গেইল ও লুইসের মত বিস্ফোরক দুই ব্যাটসম্যান ইনিংসের সূচনা করেছিলেন মন্থরতায়। প্রথম ৩ ওভারে কোনো রানই আসেনি। প্রথম ৫ ওভারে রান ছিল ৪।

এরপরই কিছুটা হাত খোলেন দুজন। পরের ৫ ওভারে রান আসে ৩৬। এরপরই বিপত্তি।

দলে ফেরা ব্রেসওয়েল নিজের প্রথম বলেই ফিরিয়ে দেন গেইলকে। ৩ চার ১ ছক্কায় ৩১ বলে ২২ করেন বাঁহাতি ওপেনার। এক বল পরই ব্রেসওয়েল ফেরান শেই হোপকে। শূন্য রানে আউট হওয়ার পাশাপাশি একমাত্র রিভিউটি নষ্ট করেন হোপ।

ওয়েস্ট ইন্ডিজ সেরা জুটি পায় এরপরই। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন লুইস ও শিমরন হেটমায়ার।

হেটমায়ারকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অ্যাস্টল। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত ব্যাটসম্যানকে ২৯ রানে ফেরান নিউ জিল্যান্ডের লেগ স্পিনার।

এক সময় ওপেনিং ব্যাটসম্যান থেকে পরে লেগ স্পিনার বনে যাওয়া অ্যাস্টল পরে সবচেয়ে বড় ধাক্কাটিও দেন ক্যারিবিয়ানদের। ফিরিয়ে দেন লুইসকে। রিপ্লে যদিও দেখিয়েছি, বল চলে যেত স্টাম্পের বাইরে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ছিল না রিভিউ। ১০০ বলে ৭৬ রানে ফেরেন লুইস।

মিডল অর্ডারে জেসন মোহাম্মদ ও জেসন হোল্ডার সুবিধা করতে পারেননি। সাতে নামা রোভম্যান পাওয়েলের ঝড়ো ফিফটি ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যায় আড়াইশর কাছাকাছি। চার ছক্কায় ৫০ বলে ৫৯ করেন পাওয়েল।

রান তাড়ায় ৫ উইকেট হারালেও কখনোই মনে হয়নি হারতে পারে নিউ জিল্যান্ড। উদ্বোধনী জুটিতেই কাজ অনেকটা এগিয়ে দেন জর্জ ওয়ার্কার ও কলিন মানরো। ১০০ বলে ১০৮ রানের জুটি গড়েন দুজন।

৩৬ বলে ৪৯ করে আউট হন মানরো। ৬৬ বলে ৫৭ করে অফ স্পিনার অ্যাশলে নার্সের ভেতরে বলে বোল্ড বাঁহাতি ওয়ার্কার।

এরপর উইিলয়ামসন-ল্যাথামরা রান করলেও পারেননি ইনিংস টেনে নিতে। অপরাজিত ৪৯ রানে দলের জয় নিয়ে ফিরেছেন রস টেইলর।

৩১ বছর বয়সে ওয়ানডে অভিষেকে ৩ উইকেটের পাশাপাশি অপরাজিত ১৫ রান করেছেন অ্যাস্টল। তবে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়ে দলে ফেরাকে রাঙিয়ে রাখলেন ব্রেসওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৪৮/৯ (গেইল ২২, লুইস ৭৬, শেই হোপ ০, হেটমায়ার ২৯, জেসন ৯, হোল্ডার ৮, পাওয়েল ৫৯, নার্স ২, বিটন ৩, উইলিয়ামস ১৬*, গ্যাব্রিয়েল ০*; সাউদি ০/৪৯, বোল্ট ০/৪৮, ফার্গুসন ২/৪৯, ব্রেসওয়েল ৪/৫৫, অ্যাস্টল ৩/৩৩, মানরো ০/৮ )।

নিউ জিল্যান্ড: ৪৬. ওভারে ২৪৯/৫ (ওয়ার্কার ৫৭, মানরো ৪৯, উইলিয়ামসন ৩৯, টেইলর ৪৯*, ল্যাথাম ১৭, নিকোলস ১৭, অ্যাস্টল ১৫*; গ্যাব্রিয়েল ০/৫৭, বিটন ০/৪২, হোল্ডার ২/৫২, উইলিয়ামস ১/১৮, নার্স ২/৫৫, জেসন ০/১৩, পাওয়েল ০/১০)

ফল: নিউ জিল্যান্ড ৫ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজ নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: ডগ ব্রেসওয়েল