টি-১০ ক্রিকেটে তামিম ঝড়

টি-১০ ক্রিকেট নিয়ে তার মনে ছিল সংশয়। প্রথম বল থেকেই মারতে হবে নাকি একটু সময় নেওয়া যাবে? প্রতিটিই বলই মারতে হবে? যাওয়ার আগে দ্বিধার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু তার ব্যাটিংয়ে দেখা গেল না দ্বিধার লেশমাত্র। ঝড়ো ফিফটিতে জেতালেন পাখতুনসকে। 

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2017, 05:47 AM
Updated : 16 Dec 2017, 05:47 AM

টি-১০ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ২৭ বলে অপরাজিত ৫৬ করেছেন তামিম। শুক্রবার রাতে শারজায় টিম শ্রীলঙ্কাকে ২৭ রানে হারিয়েছে পাখতুনস।
 
বিসিবির শুনানির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেননি তামিম। দ্বিতীয় ম্যাচে তার অপরাজিত ইনিংসে ১০ ওভারে ১১১ রান তোলে পাখতুনস। টিম শ্রীলঙ্কা করতে পার ৮৪ রান।
 
৫ চার ও ৪ ছক্কার ইনিংসটিতে ম্যান অব দা ম্যাচ তামিম। 
 
তামিম আলো ছড়ালেও দ্বিতীয় ম্যাচ ভালো কাটেনি সাকিব আল হাসানের। ব্যাট হাতে ৬ বলে করেছেন ৭ রান। বল হাতে ১ ওভারে ১৪ রান দিয়ে উইকেট নেই। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হেরেছে তার দল কেরালা কিংস।
 
১০ ওভারে ৪ উইকেটে ১১১ রান তুলেছিল কেরালা। প্রথম ম্যাচে ২৭ বলে ৬৬ রান করা পল স্টার্লিং এবার করেন ২৯ বলে ৪৬। নিকোলাস পুরান ৭ বলে করেন ২০।
 
পাঞ্জাবি লিজেন্ডস সেই রান পেরিয়ে যায় এক ওভার বাকি রেখেই। ২৫ বলে অপরাজিত ৬০ রান করে ম্যাচ সেরা শোয়েব মালিক। উমর আকমল করেন ১৩ বলে ৩১।