ছক্কার হিসাবই রাখেননি গেইল

ক্ষনিকের জন্য আঠারোকে ক্রিস গেইল মনে করেছিলেন ৮। সংবাদ সম্মেলনে প্রশ্নকর্তার দিকে ছুঁড়লেন পাল্টা প্রশ্ন, “কয়টা ছয় মেরেছি? ৮টি?” যখন বলা হলো, “১৮টি।” গেইলের মুখে ফুটে উঠলো হাসি, “১৮টি! আমরা এমনকি জানতামও না।”

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2017, 06:29 PM
Updated : 13 Dec 2017, 09:31 AM

তার জন্য অবশ্য জানা মুশকিল। যেভাবে ছক্কার পর ছক্কা মারেন, হিসাব রাখতে অনেক সময় খেই হারিয়ে ফেলেন স্কোরারও। গেইল কেন হিসাব রাখতে যাবেন! তিনি স্রেফ বিনোদন দিয়ে যান। ছক্কার পর ছক্কা!

বিপিএলের ফাইনালে ছক্কার ঝড় তুলে গড়েছেন বিশ্ব রেকর্ড। ৬৯ বলে ১৪৬ রানের অপরাজিত ইনিংসে মেরেছেন ১৮টি ছক্কা। ছাড়িয়ে গেছেন নিজেকেই। ২০১৩ আইপিএলে ১৭৫ রানের ইনিংসে ছক্কা মেরেছিলেন ১৭টি।

এবারের বিপিএলেই প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৮০০ ছক্কার মাইলফলক ছুঁয়েছেন। ফাইনালে ১৮ ছক্কার পথে বিপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়েছেন ছক্কার সেঞ্চুরি।

তার নিজের সবচেয়ে প্রিয় কাজ বোলারকে ছক্কায় ওড়ানোই। “২০ টি-টোয়েন্টি সেঞ্চুরি হয়ে গেল, আরও কতটি করতে চান”, এই প্রশ্নেও গেইল বললেন শুধু ছক্কার কথাই।

“আমি স্রেফ ছক্কা মারতে চাই। যত বেশি সম্ভব ছক্কা। ছক্কা মারতে মারতে সেঞ্চুরিও কিছু হয়ে যাবে।”