এবার সেঞ্চুরিতে রাঙালেন চার্লস
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2017 07:27 PM BdST Updated: 12 Dec 2017 12:19 AM BdST
রংপুর রাইডার্সের আগের ম্যাচেই প্রথম সেঞ্চুরি দেখেছিল এবারের বিপিএল। খুলনা টাইটানসের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। এবার ঝড়ো সেঞ্চুরি উপহার দিলেন রংপুরের আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান জনসন চার্লস।
বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের দ্বিতীয় দিনে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন চার্লস।
এই ম্যাচের আগে এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি চার্লসের। আগের ম্যাচে তো ওপেন করারই সুযোগ পাননি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফেরেন ওপেনিংয়ে। ফিরে পান নিজের সেরা রূপও।
আগের দিনই বৃষ্টিতে থমকে যাওয়া ম্যাচে ঝড়ের শুরু করেছিলেন চার্লস। আরেক পাশে গেইল ব্যর্থ হলেও চার্লস অপরাজিত ছিলেন ২৬ বলে ৪৬ করে। নতুন দিনে ছন্দ পেতে সময় লেগেছে একটু। পঞ্চাশ করেন ৩৪ বলে।
তবে থিতু হওয়ার পর আবার তুলেছেন ঝড়। সাইফ উদ্দিনকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছেন শেষ ওভারে শেষ বলের আগে। শেষ বলে মেরেছেন আরেকটি বাউন্ডারি।
শেষ পর্যন্ত ৯ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রানে। টি-টোয়েন্টিতে চার্লসের এটি প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৯৪।
চার্লসের সেঞ্চুরি ও ব্রেন্ডন ম্যাককালামের ৭৮ রানের ইনিংসে রংপুর তুলেছে ২০ ওভারে ১৯২।
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের