এবার সেঞ্চুরিতে রাঙালেন চার্লস

রংপুর রাইডার্সের আগের ম্যাচেই প্রথম সেঞ্চুরি দেখেছিল এবারের বিপিএল। খুলনা টাইটানসের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। এবার ঝড়ো সেঞ্চুরি উপহার দিলেন রংপুরের আরেক ক্যারিবিয়ান ব্যাটসম্যান জনসন চার্লস।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 01:27 PM
Updated : 11 Dec 2017, 06:19 PM

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের দ্বিতীয় দিনে সোমবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলেছেন চার্লস।

এই ম্যাচের আগে এবারের টুর্নামেন্ট ভালো কাটেনি চার্লসের। আগের ম্যাচে তো ওপেন করারই সুযোগ পাননি। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফেরেন ওপেনিংয়ে। ফিরে পান নিজের সেরা রূপও।

আগের দিনই বৃষ্টিতে থমকে যাওয়া ম্যাচে ঝড়ের শুরু করেছিলেন চার্লস। আরেক পাশে গেইল ব্যর্থ হলেও চার্লস অপরাজিত ছিলেন ২৬ বলে ৪৬ করে। নতুন দিনে ছন্দ পেতে সময় লেগেছে একটু। পঞ্চাশ করেন ৩৪ বলে।

তবে থিতু হওয়ার পর আবার তুলেছেন ঝড়। সাইফ উদ্দিনকে বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছেন শেষ ওভারে শেষ বলের আগে। শেষ বলে মেরেছেন আরেকটি বাউন্ডারি।

শেষ পর্যন্ত ৯ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রানে। টি-টোয়েন্টিতে চার্লসের এটি প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৯৪।

চার্লসের সেঞ্চুরি ও ব্রেন্ডন ম্যাককালামের ৭৮ রানের ইনিংসে রংপুর তুলেছে ২০ ওভারে ১৯২।