‘রিয়াদ ভাই থাকায় কাজ সহজ হবে’

অধিনায়ক একজন, তবে দলে নেতা বেশ কজন! স্বয়ং নতুন টেস্ট অধিনায়কই বলছেন, এই কথা। অধিনায়ক বলে নিজেকে আলাদা ভাবছেন না সাকিব আল হাসান। দলকে এগিয়ে নিতে চান সবাইকে নিয়ে। নতুন অধিনায়ক খুশি সহকারী হিসেবে মাহমুদউল্লাহকে পেয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2017, 12:30 PM
Updated : 11 Dec 2017, 12:52 PM

রোববার বিসিবি সভা শেষে বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে সাকিবের নাম। তার সহকারী মাহমুদউল্লাহ।

সাকিবের মতো মাহমুদউল্লাহর জন্যও নতুন নয় এই দায়িত্ব। ঘরোয়া ক্রিকেটে অধিনায়ক হিসেবেও বেশ সফল অভিজ্ঞ এই অলরাউন্ডার।

রিয়াদকে পেয়ে খুশি সাকিব। তবে নতুন অধিনায়ক পাশে চান সবাইকেই।

“আমরা বেশ কয়েকজনই আছি, যারা দলের নেতা। যে কোনো সিদ্ধান্তই আমরা একসঙ্গে মিলেই নেই। কেউ অধিনায়ক থাক বা না থাক, সেটা ব্যাপার নয় যখন আমরা মাঠে খেলতে নামি। সবার সাহায্যই দরকার হবে।”

“রিয়াদ ভাই তো কয়েক বছর ধরেই বিপিএলে ভালো অধিনায়কত্ব করছে। নেতৃত্বগুণ উনার ভেতর অনেক আগে থেকেই আছে। আমার কাছে মনে হয়, আমার জন্য কাজটি সহজ হবে।”

আগেরবার যখন নেতৃত্ব পেয়েছিলেন, তখন দলে পারফরমার ছিল হাতে গোনা দু-একজন। এখনকার দলে পারফরমার বেড়েছে অনেক। সাকিবের বিশ্বাস, তার কাজ তাই সহজ হবে এবার।

“অবশ্যই কাজটা সহজ হবে। এখন বেশিরভাগ ক্রিকেটাররাই প্রায় সবসময় পারফর্ম করছে। ক্রিকেটাররা যখন পারফর্ম করে, অধিনায়কের ও রকম কোনো কাজই থাকবে না। আশা করি, সবাই মিলে ভালো করবে। সবাই মিলে ভালো করলেই দল ভালো করবে।”