মাশরাফি যেখানে সৌভাগ্যবান
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2017 08:57 PM BdST Updated: 08 Dec 2017 09:50 PM BdST
ক্রিস গেইলের মত ব্যাটিং দানব যখন থাকে নিজ দলে, আর যখন তিনি খেলেন দানবীয় ইনিংস, সেই দলের অধিনায়কের মনে সুখের স্রোত কতটা তীব্রতায় বয়ে চলে? সেই অনুভূতির সঙ্গে আগেও পরিচয় হয়েছিল মাশরাফি বিন মুর্তজার। হলো আবারও। রংপুর রাইডার্স অধিনায়ক তাই নিজেকে ভাবছেন সৌভাগ্যবান।
দ্বিতীয় বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সে মাশরাফির নেতৃত্বে গেইল খেলেছিলেন একটি ম্যাচে। সিলেট রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে করেছিলেন ৫১ বলে ১১৪। সেই ম্যাচে তার ১২ ছক্কা ছিল বিপিএলের রেকর্ড।
শুক্রবার নিজের রেকর্ড ছাড়িয়ে গেলে নিজেই। ১৪ ছক্কায় গড়লেন রেকর্ড। বল খেলেছেন আবারও ৫১টি। তবে রান এবার অপরাজিত ১২৬, যা বিপিএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
অধিনায়ক হিসেবে গেইলের এমন দুটি ইনিসের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মানছেন মাশরাফি।
“আমি খুব ভাগ্যবান যে, আমি অধিনায়ক থাকতে ও এমন দুইটা ইনিংস খেলল। একটা সিলেটের সাথে খেলেছিল, ঢাকা গ্ল্যাডিয়েটর্সে যখন খেলেছে। আর এটা খেলল। গেইলের মতো ক্রিকেটারের ব্যাপারে আপনার দ্বিধা থাকলেও এই বিশ্বাস থাকে, ওর যা পাওয়ার আছে, মিস হিটও সীমানার বাইরে চলে যায়।”
মাশরাফি নিজেদের ভাগ্যবান মানছেন আরেক দিক থেকেও। এবারের বিপিএলে নিজের প্রথম তিন ম্যাচের দুটিতে ফিফটি করেই আউট হয়ে গিয়েছিলেন গেইল। পরের ৫ ম্যাচে কিছু রান করলেও ছিলেন না নিজের সেরা চেহারায়। কিন্তু দারুণভাবে জ্বলে উঠলেন নক আউট পর্বের প্রথম ম্যাচেই। মাশরাফি এটিকে মনে করছেন বড় পাওয়া।
“আমি মনে করি আজকে খুব ভাগ্যবান আমরা। কাউকে ছোট করছি না, কিন্তু গেইল আউট হয়ে গেলে এই ম্যাচ খুব কঠিন হয়ে যেত। ২৫ রানে ২ উইকেট পড়েছিল, ও যদি ৫০ রানের মধ্যেও আউট হতো, খুব কঠিন হয়ে যেত। সেদিক থেকে আমি মনে করি আমরা ভাগ্যবান যে গেইল এগিয়ে এসেছে আজকে।”
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে