এমন তাণ্ডবের পরও তরতাজা গেইল!

সীমানার বাইরে বল উড়িয়ে ফেলেছেন ১৪ বার। এর বেশ কটি পড়েছে গ্যালারিতে। গড়েছেন বিপিএলে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। খেলেছেন বিপিএলের ৫ আসর মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কিন্তু এমন তাণ্ডব চালানোর পরও ম্যাচ শেষে তরতাজা ক্রিস গেইল!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2017, 02:35 PM
Updated : 8 Dec 2017, 02:36 PM

বিপিএলের এলিমিনেটর ম্যাচে খুলনা টাইটানসের ১৬৭ রান তাড়ায় গেইল একাই বলতে গেলে জিতিয়েছেন রংপুরকে। ৮ উইকেটের জয়ে করেছেন ৫১ বলে অপরাজিত ১২৬। ম্যাচ শেষে নিজেই জানালেন, ক্লান্তিতে কাবু নন তখনও।

“এখনও বেশ তরতাজা লাগছে! জিততে পেরে দারুণ খুশি। আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। মাথা তুলে দাঁড়ানোর সময় ছিল এটিই। প্রয়োজন ছিল ফাইনালে ওঠার জন্য মোমেন্টাম গড়ে তোলার।”

চট্টগ্রাম পর্ব শেষে বিপিএল ঢাকায় ফেরার পর ক্রমাগত সমালোচনা হচ্ছে ঢাকার উইকেট নিয়ে। তবে এ দিনের উইকেট মনে ধরেছে গেইলের। ছন্দে ছিলেন বলে নিজেই শেষ করে আসতে চেয়েছেন খেলা।

“আজকের উইকেট বেশ ভালো ছিল। ঢাকায় এটিই ছিল সেরা উইকেট। চাপ অবশ্যই ছিল। প্রয়োজন ছিল প্রথম তিন ব্যাটসম্যানের কারও লম্বা ইনিংস খেলা। মাঠের বাইরে আরও অনেকেই ছিল। তবে আমি অন্য কারও ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে আসতে পছন্দ করি না।”