উইকেট বাজে, সাকিব দুর্দান্ত: ম্যাককালাম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2017 06:46 PM BdST Updated: 06 Dec 2017 06:46 PM BdST
সেই একই উইকেটে খেলা। আবারও কাঠগড়ায় উইকেট। গত শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামের এই উইকেটের প্রবল সমালোচনা করেছিলেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল। এবার সেই উইকেটের তুমুল সমালোচনা রংপুর রাইডার্সের ব্রেন্ডন ম্যাককালামের কণ্ঠে। পাশাপাশি প্রশংসা ঝরেছে সাকিব আল হাসানের ব্যাটিংয়ের।
শনিবার যে উইকেটে খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স, সেখানেই বুধবার মুখোমুখি হলো রংপুর ও ঢাকা ডায়নামাইটস। আগের দিন উইকেটে ছিল ভীষণ অসমান বাউন্স। ম্যাচ শেষে রংপুর অধিনায়ক মাশরাফি বলেছিলেন, “টি-টোয়েন্টিতে এমন উইকেট গ্রহণযোগ্য নয়।” তামিমের মতে উইকেট ছিল ‘জঘন্য’। সমালোচনার ধরনে তামিমকে শুনানিতে ডেকে চিঠি দেয় বিসিবি।
বুধবারের ম্যাচের আগের দিনের মত অতটা বেশি না হলেও অসমান বাউন্স ছিল কিছুটা। দুই রকম গতির মন্থর উইকেটে শট খেলা ছিল কঠিন।
যথারীতি ধুঁকেছে দুই দলের ব্যাটসম্যানরা। ঢাকা প্রথম ৫ উইকেট হারিয়েছিল ৪৮ রানে। রংপুর ৪০ রানে। ৩৩ বলে ৪৭ রানের অপরাজিত ইনিংস খেলে ঢাকাকে ১৩৭ রানের পুঁজি এনে দেন সাকিব। রংপুর পায়নি তেমন কাউকে, তাই থমকে যায় ৯৪ রানে।
মাশরাফির বিশ্রামে এই ম্যাচে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন ম্যাককালাম। সাবেক নিউ জিল্যান্ড অধিনায়কও কোনো রাখঢাক না রেখেই সমালোচনা করলেন উইকেটের। পাশাপাশি কৃতিত্ব দিলেন সাকিবকেও।
“শুরুতে এবং সবার আগে বলতেই হবে, সাকিব খুব ভালো খেলেছে। তবে উইকেট ছিল খুব বাজে। অনেক বিশ্বমানের ক্রিকেটার খেলছে এখানে। আশা করি, উইকেটের ধরন বদলানো হবে। কারণ সার বিশ্বের লোক খেলা দেখছে।”
“সাকিব দুর্দান্ত খেলেছে। তাকে কৃতিত্ব দিতেই হবে। কিন্তু উইকেট আসলেই ছিল গড়পড়তা। লোকে মাঠে আসে বিশ্বসেরা কিছু ক্রিকেটারের রোমাঞ্চকর ক্রিকেট দেখতে। কিন্তু আমার মনে হয় না আজকে তেমন কোনো ম্যাচ ছিল। আজকে যে রকম উইকেটে খেলা হয়েছে, তার চেয়ে ভালো উইকেটে খেলা হলে টুর্নামেন্টেরই লাভ।”
ঢাকার উইকেটের যেমন সমালোচনা হচ্ছে, বিপিএলে আম্পায়ারিংয়ের মান প্রশ্নবিদ্ধ ছিল টুর্নামেন্ট জুড়েই। ম্যাককলাম খোলামেলা মন্তব্য জানালেন আম্পায়ারিং নিয়েও।
“চাপের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন যত সব বড় বড় ম্যাচ। আজকে আমাদের জনসন চার্লস যেমন খুব ভালো খেলছিল, কিন্তু তার সিদ্ধান্তটি অন্যরকম হতে পারত। টুর্নামেন্টে এমন অনেক সিদ্ধান্তই ছিল যেগুলো অন্যরকম হতে পারত। সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা থাকা দরকার।”
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ঐতিহাসিক চুক্তি: ছেলেদের সমান ম্যাচ ফি নিউ জিল্যান্ডের মেয়েদের
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- চেলসি থেকে বার্সেলোনায় ক্রিস্টেনসেন
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- লুহানস্কের পতনের পর এখন কোন পথে এগুবে রাশিয়া?
- বাণিজ্য ঘাটতি বাড়ছেই, এবার ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
- হিলালীকে তুলে নিয়ে যা করেছিল অপহরণকারীরা
- ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় কেসিয়ে