কোহলির কীর্তির দিনে আলোচনায় দিল্লির দূষণ

ওয়ানডেতে ‘সেঞ্চুরি-মেশিন’ নাম পেয়ে গেছেন আগেই। টেস্টের বিরাট কোহলি ক্রমেই হয়ে উঠছেন যেন ‘ডাবল সেঞ্চুরি মেশিন’! গত দেড় বছরের মধ্যে ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে ভারতীয় অধিনায়ক গাঁথলেন রেকর্ডের মালা। তবে কোহলির কীর্তিময় দিনে আলোচনার জন্ম দিল দিল্লির বায়ু দূষণ। যার কারণে ভারতের ইনিংস ঘোষণা দিতে হয়েছে আগেভাগে!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 01:26 PM
Updated : 4 Dec 2017, 09:51 AM

দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে রোববার ৭ উইকেটে ৫৩৬ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৩ উইকেটে ১৩১ রানে।

বায়ু দূষণের কারণে গত বছর দিল্লিতে রঞ্জি ট্রফির দুটি ম্যাচ বাতিল করা হয়েছিল। এবার আক্রান্ত টেস্ট ক্রিকেটও। শ্রীলঙ্কানরা ফিল্ডিং করেছে মুখে মাস্ক লাগিয়ে। দুই দফায় খেলা বন্ধ ছিল ১৭ ও ৫ মিনিট। মাঠে থাকতে না পেরে উঠে যান শ্রীলঙ্কার দুই মূল পেসার সুরাঙ্গা লাকমল ও লাহিরু গামাগে।

মাঠে থাকতে বারবারই আপত্তি জানাচ্ছিলেন শ্রীলঙ্কানরা। ম্যাচের স্বার্থ ভেবে এক পর্যায়ে ইনিংস ঘোষণা করে দেন কোহলি। নিজেরা নামেন ফিল্ডিংয়ে।

সাহসী ইনিংস ঘোষণার মতো ব্যাট হাতেও নায়ক ছিলেন কোহলি। দিন শুরু করেছিলেন ১৫৬ রানে। প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরিতে পৌঁছে যান মাত্র ২৩৮ বলেই।

নাগপুরে আগের টেস্টেই একমাত্র ইনিংসে করেছিলেন ২১৩। টানা দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান কোহলি। ৬টি ডাবল সেঞ্চুরিতে ব্রায়ান লারাকে (৫টি) ছাড়িয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ডাবলের রেকর্ডও এখন তার। স্পর্শ করেছেন ভারতের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ডও।

ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের নিজের রেকর্ডও পেরিয়ে যান এরপর। ২৩৫ ছাড়িয়ে আউট হন ২৪৩ রানে। ২৮৭ বলের ইনিংস, স্ট্রাইক রেট ৮৪, কিন্তু ২৫টি চার থাকলেও নেই কোনো ছক্কা।

কোহলির আগেই লাকশান সান্দাকান রোহিত শর্মাকে ফিরিয়েছেন ৬৫ রানে। রানের গতি যা ছিল, তাতে হয়ত ঋদ্ধিমান সাহা ও রবীন্দ্র জাদেজাকে ঝড় তোলার জন্য কিছুটা সময় দিত ভারত। কিন্তু বায়ু দূষণের জটিলতায় কোহলি ইনিংস ছেড়ে দিলেন আগেই।

এর পরও সংগ্রহ বিশাল। সেটির জবাবে শ্রীলঙ্কা ধাক্কা খেল শুরুতেই। ইনিংসের প্রথম বলেই অসাধারণ ডেলিভারিতে মোহাম্মদ শামি ফেরালেন দিমুথ করুনারত্নেকে। ইশান্ত শর্মা ফিরিয়ে দেন দলে ফেরা ধনঞ্জয়া ডি সিলভাকে।

ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার ওপেন করতে নামা অলরাউন্ডার দিলরুয়ান পেরেরা তুলনায় খেলেছেন ভালো। ৯ চারে করেছেন ৪২।

সবচেয়ে বড় দুই ভরসা অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল এরপর আর বিপদ হতে দেননি। ম্যাথিউস পেরিয়ে গেছেন ফিফটিও। ৮ চার ও ২ ছক্কায় দিন শেষ করেছেন ৫৭ রানে।

শ্রীলঙ্কার এগিয়ে যাওয়া নির্ভর করতে হয়তো এই দুজনের ওপরই।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১২৭.৫ ওভারে ৫৩৬/৭ (ডি.) (আগের দিন ৩৭১/৪) (বিজয় ১৫৫, ধাওয়ান ২৩, পুজারা ২৩, কোহলি ২৪৩, রাহানে ১, রোহিত ৬৬, অশ্বিন ৪, ঋদ্ধিমান ৯*, জাদেজা ৫*; লাকমল ০/৮০, গামাগে ২/৯৫, দিলরুয়ান ১/১৪৫, সান্দাকান ৪/১৬৭, ধনঞ্জয়া ০/৪৮)।

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৪.৩ ওভারে ১৩১/৩ (করুনারত্নে ০, দিলরুয়ান ৪২, ধনঞ্জয়া ১, ম্যাথিউস ৫৭*, চান্দিমাল ২৫*; শামি ১/৩০, ইশান্ত ১/৪৪, জাদেজা ১/২৪, অশ্বিন ০/২৮)।