ওয়াগনারের ৭ উইকেটে গুঁড়িয়ে গেল ক্যারিবিয়ান ব্যাটিং

সুইং বোলারদের দলে তার কাজটি একটু ভিন্ন। গতি আর বাউন্সে প্রতিপক্ষকে কাবু করা। নতুন মৌসুমের প্রথম দিনটিতেই নিজের সেই ভূমিকায় দারুণ উজ্জ্বল নিল ওয়াগনার। নিউ জিল্যান্ডের বাঁহাতি পেসারের আগুনে বোলিংয়ে পুড়ল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Dec 2017, 10:10 AM
Updated : 1 Dec 2017, 11:17 AM

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিনেই ওয়েলিংটনে শুক্রবার ১৩৪ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। নিউ জিল্যান্ড দিন শেষ করেছে ২ উইকেটে ৮৫ রানে।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৯ রানে ৭ উইকেট নিয়েছেন ওয়াগনার। নিউ জিল্যান্ডের টেস্ট ইতিহাসের এটি চতুর্থ সেরা বোলিং, বাঁহাতি পেসে সেরা বোলিং।

বেসিন রিজার্ভের উইকেটে বরাবরের মতোই ছিল ঘাসের ছোঁয়া। টস জিতে নিউ জিল্যান্ড নামে বোলিংয়ে। তবে ঘাস থাকলেও উইকেট কথা বলেছে ব্যাটসম্যানদের পক্ষে। নতুন বলে মেলেনি মুভমেন্ট। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি তাই সুবিধা করতে পারেননি। ক্রেইগ ব্র্যাথওয়েট ও কাইরান পাওয়েল ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন ভালো শুরু।

নিউ জিল্যান্ড সাফল্য পায় পরিকল্পনায় বদল এনে। সুইং না পেয়ে ফুল লেংথ বোলিংয়ের ভাবনা থেকে সরে আসে কিউইরা। লেগ গালি আর শর্ট লেগ, সঙ্গে ফাইন ও স্কয়ার লেগ সীমানায় দুজন ফিল্ডার রেখে শর্ট বোলিং করতে থাকেন ওয়াগনার। তাতেই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

ব্র্যাথওয়েটকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু দেন ওয়াগনার। আরেক ওপেনার পাওয়েলকে ফেরান বোল্ট। এরপর ওয়াগনারের ছোবলে ফিরতে থাকেন একের পর এক ক্যারিবিয়ান ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ের বড় ভরসা শাই হোপ ফেরেন শূন্য রানেই। অভিষিক্ত ব্যাটসম্যান সুনিল আমব্রিস প্রথম বলেই হিট উইকেট। বিনা উইকেটে ৫৯ থেকে ওয়েস্ট ইন্ডিজের রান হয়ে যায় ৯ উইকেটে ১০৫!

শেষ উইকেটে শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ যোগ করেন ২৯ রান। এই জুটিকে থামিয়ে ওয়াগনার নেন তার সপ্তম উইকেট।

ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ডও শুরুটা করেন বেশ ভালো। টম ল্যাথাম ও জিত রাভাল উদ্বোধনী জুটিতে তোলেন ৬৫ রান।

ল্যাথামকে ফিরিয়ে জুটি ভেঙে দলকে কিছুটা স্বস্তি দেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। কেন উইলিয়ামসনের জন্য রাখা হয়েছিল দুটি গালি। কিউই অধিনায়ক ক্যাচ দিয়েছেন গালিতেই। দিন শেষে তবু ম্যাচের লাগাম কিউইদের হাতে শক্তভাবেই।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১৩৪ (ব্র্যাথওয়েট ২৪, পাওয়েল ৪২, হেটমায়ার ১৩, শাই হোপ ০, চেইস ৫, আমব্রিস ০, ডাওরিচ ১৮, হোল্ডার ০, রোচ ১৪*, কামিন্স ১, গ্যাব্রিয়েল ১০; বোল্ট ২/৩৬, হেনরি ০/৩৯, ডি গ্র্যান্ডহোম ০/১৩, ওয়াগনার ৭/৩৯)।

নিউ জিল্যান্ড ৩৮ ওভারে ৮৫/২ (ল্যাথাম ৩৭, রাভাল ২৯*, উইলিয়ামসন ১, টেইলর ১২*; গ্যাব্রিয়েল ০/২২, রোচ ১/২৭, কামিন্স ০/৬, হোল্ডার ১/১৯, চেইস ০/৭)।