সর্বকালের পঞ্চম সেরা রেটিংয়ে স্মিথ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2017 02:35 PM BdST Updated: 28 Nov 2017 02:35 PM BdST
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে স্টিভেন স্মিথ শীর্ষে ছিলেন আগে থেকেই। ব্রিজবেন টেস্টের পারফরম্যান্সে অবস্থানকে করেছেন আরও সংহত। অর্জন করেছেন সর্বকালের পঞ্চম সেরা রেটিং পয়েন্ট।
অ্যাশেজের শুরুর টেস্টে নিজের একমাত্র ইনিংসে ১৪১ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেছেন স্মিথ। ২১তম টেস্ট সেঞ্চুরি তাকে এনে দিয়েছে ৫ রেটিং পয়েন্ট। ৯৪১ রেটিং পয়েন্ট নিয়ে স্পর্শ করেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক পিটার মেকে।
সর্বকালের সর্বোচ্চ রেটিং পয়েন্টে স্মিথের ওপরে আছেন কেবল চার জন। সর্বকালের সেরা রেটিং পয়েন্ট ডন ব্র্যাডম্যানের ৯৬১। ৯৪৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে লেন হাটন। রিকি পন্টিংয়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ছিল ৯৪২।
ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন চেতেশ্বর পুজারাও। শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টে ১৪৩ রানের ইনিংস খেলে ভারতীয় ব্যাটসম্যান পেয়েছেন ২২ রেটিং পয়েন্ট। ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার থেকে উঠে এসেছেন দুইয়ে।
দুই থেকে তিনে নেমেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তিন থেকে চারে কেন উইলিয়ামসন। নাগপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করে বিরাট কোহলি অর্জন করেছেন ৬০ রেটিং পয়েন্ট। ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই আছে পাঁচে।
ব্রিজবেন টেস্টে দারুণ কিছু করতে না পারলেও বোলাদের শীর্ষস্থান ধরে রেখেছেন জেমস অ্যান্ডারসন। নাগপুরে ৫ উইকেট নিয়ে তিন থেকে দুইয়ে উঠেছেন রবীন্দ্র জাদেজা। তিনে নেমেছেন কাগিসো রাবাদা।
-
বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে দেরি
-
ফজলে মাহমুদের ৮৯, বোলিংয়ে উজ্জ্বল তানভির
-
ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
-
পটস-লিচদের মনোযোগ নাড়িয়ে সফল পান্ত
-
টেস্টে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো অ্যাগারের
-
নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
-
ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
-
দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
সর্বাধিক পঠিত
- নতুন চেহারার উইন্ডিজের সামনে আত্ম অনুসন্ধানী বাংলাদেশ
- নড়াইলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- দ্রুততম সেঞ্চুরিতে ধোনির রেকর্ড ভাঙলেন পান্ত
- টিভি সূচি (শনিবার, ০২ জুলাই ২০২২)
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- মুকুল বোস মারা গেছেন
- ব্যর্থ কোহলি, পান্ত ১৪৬, জাদেজা অপরাজিত ৮৩
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন