৩০০ উইকেটে দ্রুততম অশ্বিন

২৯৯ উইকেট হয়ে গিয়েছিল সকালেই। এরপর শেষ উইকেটের জন্য অপেক্ষা। সেটি এল লাঞ্চের পর। শ্রীলঙ্কার শেষ উইকেটটি নিয়ে রবিচন্দ্রন অশ্বিন ছুঁলেন মাইলফলক। গড়লেন নতুন বিশ্বরেকর্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 07:49 AM
Updated : 27 Nov 2017, 10:15 AM

১৯৮১ সালের ২৭ নভেম্বর টেস্টে দ্রুততম তিনশ উইকেটের রেকর্ড গড়েছিলেন ডেনিস লিলি। ৩৬ বছর পর, আরেকটি ২৭ নভেম্বর সেই রেকর্ড হারালেন লিলি। অস্ট্রেলিয়ান কিংবদন্তিকে ছাড়িয়ে দ্রুততম তিনশ উইকেটের নতুন রেকর্ড গড়লেন অশ্বিন।

শ্রীলঙ্কার বিপক্ষে নাগপুর টেস্টে সোমবার এই মাইলফলক গড়েছেন অশ্বিন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পূর্ণ করেছেন ৩০০ উইকেট। ৩০০তম শিকার লাহিরু গামাগেকে বোল্ড করেছেন ট্রেডমার্ক ক্যারম বলে।

৫৪ টেস্টে ৩০০ হলো অশ্বিনের। পাকিস্তানের ওয়াসিম রাজাকে আউট করে লিলি তিনশ উইকেট স্পর্শ করেছিলেন ৫৬তম টেস্টে।

অশ্বিনের রেকর্ড গড়া অনেকটা অনুমিতই ছিল। দ্রুততম ২৫০ উইকেটেও লিলির রেকর্ড ভেঙেছিলেন অশ্বিন। ৪৫ টেস্টে ছুঁয়েছিলেন অশ্বিন, লিলির লেগেছিল ৪৮ টেস্ট।

২০০ উইকেটের রেকর্ডে অশ্বিন ছিলেন দ্বিতীয় দ্রুততম। ৩৬ টেস্টে ২০০ উইকেট ছুঁয়েছিলেন লেগ স্পিন কিংবদন্তি ক্ল্যারি গ্রিমেট। অশ্বিনের লেগেছিল একটি টেস্ট বেশি।

২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লিতে অভিষেক অশ্বিনের। ড্যারেন ব্রাভোকে দিয়ে শুরু করেছিলেন টেস্ট শিকার। অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে নেন ৯ উইকেট।

৫০ উইকেট পূর্ণ করেন নবম টেস্টে, ভারতের হয়ে যা দ্রুততম। পরের ৫০ উইকেটেও লাগে ঠিক ৯ টেস্ট। ১৮ টেস্টে একশ ছুঁয়ে তিনি ভারতের দ্রুততম।

ভারতের হয়ে দ্রুততম দেড়শ উইকেটের রেকর্ডও অশ্বিনের। তবে একশ থেকে দেড়শ যেতে টেস্ট লেগেছে দুটি বেশি। ২৯ টেস্টে নিয়েছেন দেড়শ উইকেট। সেটি পুষিয়ে দিতেই যেন পরের পঞ্চাশ উইকেট নিয়ে নেন ৭ টেস্টেই। ২৫০ ও ৩০০ উইকেটে তো শুধু ভারতের নয়, ছাড়িয়ে গেলে ক্রিকেট ইতিহাসের সবাইকে।

ক্যারিয়ারে ৩০০ ছোঁয়ার পথে এই বছর ৫০ উইকেটের মাইলফলকেরও দেখা পেয়েছেন অশ্বিন। এই নিয়ে টানা তৃতীয়বার এক বছরে নিলেন ৫০ উইকেট।