অস্ট্রেলিয়ার ১০ উইকেটের জয়, উচ্ছ্বসিত স্মিথ

অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার আর ব্যবধান জানার। শেষ দিন সকালে সেটি হয়ে গেল বেশ দ্রুতই। দুই ওপেনারই অস্ট্রেলিয়াকে নিয়ে গেলেন জয়ের ঠিকানায়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2017, 05:49 AM
Updated : 27 Nov 2017, 06:42 AM

ব্রিজবেন টেস্টে ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট জিতে এগিয়ে গেছে অ্যাশেজ পুনরুদ্ধারের লড়াইয়ে।

শেষ ইনিংসে ১৭০ রান তাড়ায় আগের দিনই বিনা উইকেটে ১১৪ রান তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সোমবার শেষ দিন সকালে বাকি ৫৬ রানও তুলে ফেলে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের জুটি।

আগের দিনের মতোই জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের বোলিংয়ে দুজন ছিলেন সাবধানী। বাকিদের বোলিং অনায়াসে খেলে বাড়িয়েছেন রান। ৮৭ রানে অপরাজিত থেকে যান ওয়ার্নার। অভিষেক টেস্টে ব্যানক্রফট অপরাজিত ৮২ রানে।

অ্যাশেজের শুরুর টেস্ট জিতে অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ ছিলেন উচ্ছ্বসিত।

“অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট সবসময়ই গুরুত্বপূর্ণ। সিরিজের সুর বেঁধে দেয় এটি। সিরিজ শুরুর আগে বেশ চাপ ছিল। আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সন্তুষ্ট। গ্যাবায় আমাদের রেকর্ড সব সময়ই দারুণ। সেটা ধরে রাখতে পেরে ভালো লাগছে।”

“টস হারের পরও আমরা দারুণ ক্রিকেট খেলেছি। ভালো একটি দলকে ১০ উইকেটে হারানো সহজ নয়। এই জয় তাই তৃপ্তিদায়ক।”

প্রথম ইনিংসে ১৪১ রানের অসাধারণ অপরাজিত ইনিংসটির জন্য ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড ১ম ইনিংস: ৩০২

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩২৮

ইংল্যান্ড ২য় ইনিংস: ১৯৫

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ১৭০) ৫০ ওভারে ১৭৩/০ (ব্যানক্রফট ৮২*, ওয়ার্নার ৮৭*; অ্যান্ডারসন ০/২৭, ব্রড ০/২০, মইন ০/২৩, ওকস ০/৪৬, বল ০/৩৮, রুট ০/১৭)।

ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী

সিরিজ: ৫ ম্যাচ সিরিজের অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: স্টিভেন স্মিথ