পুষিয়ে দিতে পারবেন জেনে অস্থির হননি গেইল

নাসির হোসেনের প্রথম বল থেকে ১ রান নিলেন ব্রেন্ডন ম্যাককালাম। পরের পাঁচ বল ডট খেললেন ক্রিস গেইল। সিলেট সিক্সার্স অধিনায়কের পরের ওভারের ছয়টি বলই ডট খেললেন বিস্ফোরক এই ব্যাটসম্যান। মেডেন দিয়েও অস্থির হননি। বিশ্বাস ছিল পুষিয়ে দিতে পারবেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 05:10 PM
Updated : 20 Nov 2017, 05:10 PM

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিলেটের বিপক্ষে দ্বাদশ বলে প্রথম রান পান রংপুর রাইডার্সের উদ্বোধনী ব্যাটসম্যান গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে একটু বেশিই সময় নিয়েছিলেন তিনি। জানান, অন্য প্রান্তে ম্যাককালাম রানের গতি ঠিক রাখায় রানের জন্য তাড়াহুড়া করেননি তিনি।

“উইকেটে সময় কাটাতে চেয়েছি, কারণ জানি সেটা আবার পুষিয়ে দিতে পারব। শুরুটা মন্থর হলেও তাই অস্থির হইনি, স্নায়ুকে শান্ত রেখেছি। চেষ্টা করেছি পরিকল্পনা ঠিকঠাক মত বাস্তবায়ন করতে।”

“রান পেয়ে আমি খুশি। প্রথম ম্যাচে রান পাইনি। আজকেও শুরুটা মন্থর ছিল, ছন্দ পেতে একটু সময় লেগেছে। ম্যাককালাম সেই সময়টায় দারুণ ব্যাট করেছে। ৮.৪ ওভারে ৮০ রানের জুটি, এই ধরনের উইকেটে দুর্দান্ত। থিতু হওয়ার পর চেষ্টা করেছি রান করতে।” 

গেইলের ডানা মেলার শুরু নাসিরকে ছক্কা হাঁকিয়ে। এরপর আর পেছনে তাকাতে হয়নি টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে প্রায় সব রেকর্ডের মালিককে। লিয়াম প্লানকেট, দানুশকা গুনাথিলকাকেও উড়িয়েছেন তিনি। ফেরার আগে ৩৮ বলে করেছেন ৫০ রান।

গেইল মনে করেন, বড় শট খেলার আগে মিরপুরের উইকেটের গতিটা বুঝে নেওয়া জরুরি। যত দ্রুত উইকেটে থিতু হওয়া যাবে তত দ্রুত বোলারদের ওপর চড়াও হওয়া যাবে।    

“এই ধরনের উইকেটে দ্রুত থিতু হওয়া খুব জরুরি। উইকেটের গতিটা একবার ধরতে পারলে শট ভালো খেলা যায়।”