মাশরাফির ওভারটি ছিল গুরুত্বপূর্ণ: গেইল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2017 11:03 PM BdST Updated: 20 Nov 2017 11:04 PM BdST
২৪ বলে প্রয়োজন ছিল ৩৫ রান। হাতে ৭ উইকেট। উইকেটে থিতু দুই ব্যাটসম্যান, গড়েছেন শতরানের জুটি। এই সময় বোলিংয়ে এসে মাশরাফি বিন মুর্তজা ওভারে দিলেন মাত্র ২ রান। ঘুরে গেল ম্যাচের মোড়। সেই ঘাটতি ঘুচিয়ে আর ফিরতে পারেনি সিলেট সিক্সার্স। রংপুর রাইডার্স জিতেছে ৭ রানে।
৫ ছক্কায় ৩৯ বলে ৫০ রানের ইনিংসে ম্যান অব দা ম্যাচ হয়েছেন ক্রিস গেইল। ম্যাচ শেষে বললেন, মাশরাফির ওভারটিই ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়।
ওই ওভারে শেষেই ওভারপ্রতি ৯ রানের কম থেকে প্রয়োজনীয় রান রেট বেড়ে দাঁড়ায় ওভার প্রতি ১১! পরের তিন ওভারে ভালো বোলিং করে কাজটা শেষ করেন থিসারা পেরেরা ও রুবেল হোসেন। জয়ের দুয়ার থেকে হেরে বসে সিলেট।
“ওই ওভারই ছিল গুরুত্বপূর্ণ। বলতেই হবে, নাসির ও সাব্বির দারুণ ব্যাট করেছে। দলকে জয়ের অবস্থায় নিয়ে গিয়েছিল। ওদেকে কৃতিত্ব দিতেই হবে। দ্রুত ৩ উইকেট হারানোর পর ওরা ভালোভাবে দলকে টেনেছে।”

আগের চার ম্যাচে মাত্র একটি জিতে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল রংপুর। এই ম্যাচের জয়টি তাই খুব করে চাইছিল দল, জানালেন গেইল।
“আজকের মাচটি আমাদের জন্য ভীষণ চাপের ম্যাচ ছিল। সব ম্যাচই চাপের, তবে আজকের জয়ের পথে ফিরতে এই ৩ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। কালকেও খুব কঠিন আরেকটি ম্যাচ অপেক্ষায়। ছেলেদের আত্মবিশ্বাস ফিরে পেতে আজকের জয় গুরুত্বপূর্ণ ছিল।”
-
নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
-
৩৪ বছর বয়সে প্রথমবার ইংল্যান্ড দলে গ্লিসন
-
তিন দিনেই শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
-
সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- আবরার ফাহাদের ভাই বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- ‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’