লিটনকে নিজের খেলা নিয়ে ভাবতে বললেন তামিম

ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি লিটন দাস। এনিয়ে কোনো অভিযোগ নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবালের। অধিনায়কের উদ্বেগ তরুণ এই সতীর্থের ভালো শুরু নষ্ট করা নিয়ে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 01:01 PM
Updated : 20 Nov 2017, 01:01 PM

আগের পাঁচ ম্যাচেই দুই অঙ্কে গেছেন লিটন। ২১, ২৩, ২৩, ২১, ১১ রানের পাঁচ ইনিংসেই উইকেট দিয়ে এসেছেন ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার এই প্রবণতা ভাবাচ্ছে তামিমকে।     

“ওকে সিরিয়াসলি নিজের খেলা নিয়ে চিন্তা করতে হবে। আমরা সবাই জানি লিটন তুখোড় খেলোয়াড়। ওর অনেক কিছু করার সামর্থ্য আছে।”

বিপিএলে সেই সামর্থ্য সেভাবে দেখাতে ব্যর্থ লিটন। গত আসরে ৭ ইনিংসে করেন ৬৪ রান, একাদশে হারান জায়গা। ব্যাটিং অর্ডার বদলিয়েও কোনো লাভ হয়নি। ফিরে পাননি নিজেকে। এবার শুরু পাচ্ছেন কিন্তু এরপরই খেই হারাচ্ছেন। তামিমের বিশ্বাস, দ্রুতই স্বরূপে ফিরবেন লিটন।

“দলের জন্যও সমস্যা এটা। আমি আশা করব, পরে সুযোগ পেলে সে ভুলগুলো শুধরে নেবে। এই ধরনের ফরম্যাটে শুরু পাওয়াটা কঠিন। কিন্তু সেটা পেলে ৪০-৫০-৬০ করা উচিত। আশা করি সে ব্যাপারটা ঠিকঠাক করে নেবে।”