ভবিষ্যতে জাকিরকে জাতীয় দলে দেখছেন স্যামি

আগের দিন ম্যাচ জেতানো ইনিংস। পরদিন জেতাতে না পারলেও প্রতিভার ঝলক দেখিয়েছেন আরও একবার। মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন জাকির হাসান, যাতে মোহিত ড্যারেন স্যামি। রাজশাহী কিংসের অধিনায়ক জাকিরের ভবিষ্যত দেখছেন বাংলাদেশ জাতীয় দলে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 12:44 PM
Updated : 18 Nov 2017, 12:44 PM

শুক্রবার ২৬ বলে অপরাজিত ৫১ রান করে সিলেট সিক্সার্সের বিপক্ষে রাজশাহী কিংসকে জিতিয়েছেন জাকির। শনিবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রাজশাহী বড় ব্যবধানে হারলেও জাকির করেছেন দলের সর্বোচ্চ ২৩ বলে ৩৬।

রাজশাহীর অনুশীলনে জাকিরকে কাছ থেকে দেখেছেন স্যামি। দেখলেন দুটি ম্যাচেও। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিশ্বাস, জাকিরের অপেক্ষায় উজ্জ্বল ভবিষ্যত।

“জাকির আমাদের জন্য অসাধারণ করছে। অনুশীলনেও আমি দেখেছি ওকে। সেখানে যা দেখেছি, তাতে ম্যাচের পারফরম্যান্সে আমি বিস্মিত নই। খুব ভালো ব্যাটিং করেই চলেছে।”

“সে ভয়ডরহীন ক্রিকেট খেলছে, আমি সবসময় ছেলেদের যেভাবে খেলতে অনুপ্রাণিত করি। সে দারুণ এক আবিষ্কার। আজ হোক বা কাল, তাকে সিনিয়র দলে খেলতে দেখবই।”

বয়সভিত্তিক ক্রিকেট থেকেই প্রতিভার জানান দিয়ে আসছেন জাকির। গত বছর দেশের মাটিতে যুব বিশ্বকাপে তৃতীয় হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে করেছেন তিনটি সেঞ্চুরি, ৫টি ফিফটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০ ম্যাচে ফিফটি ৭টি। ১৯ বছর বয়সী ব্যাটসম্যান এবার আলো ছড়াচ্ছেন টি-টোয়েন্টিতেও।