বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না সাকিব-তামিমরা

দেশের বাইরে বছরে দুটির বেশি লিগে খেলার অনাপত্তিপত্র মিলবে না চুক্তিতে থাকা বাংলাদেশের ক্রিকেটারদের। তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত জানিয়ে তাদের চিঠি দিয়েছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 09:02 AM
Updated : 14 Nov 2017, 09:02 AM

সব সংস্করণের ক্রিকেট মিলিয়েই বছরে দুটি লিগে খেলার অনুমতি পাবেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানরা।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, অনেক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।  

“সার্বিক দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্তটি নিয়েছি। একে আমাদের পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটসূচি খুব ঠাসা, তার ওপর ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রামের ব্যাপারও আছে। এর সঙ্গে জড়িত খেলোয়াড়দের চোট ব্যবস্থাপনার বিষটিও। আমরা চাই আন্তর্জাতিক খেলার সময় আমাদের সেরা খেলোয়াড়দের সবাইকে পেতে। তাই বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে দেওয়া হবে না কাউকেই।”

ভারত, পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামন্টে খেলে থাকেন বাংলাদেশের ক্রিকেটাররা।