‘দু-একটি ম্যাচ খারাপ হলেই গালিগালাজ করবেন না’

ক্রিকেটারদের ভালো সময়, বাজে সময় আসেই। অনেকেই আছেন, ভালো সময়ে তালি দিলেও খারাপ সময়ে দেন গালি। তাদের উদ্দেশ্যেই তাসকিন আহমেদের আকুতি, গালি না দিয়ে পাশে দাঁড়াতে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2017, 03:23 PM
Updated : 8 Nov 2017, 05:09 PM

দক্ষিণ আফ্রিকায় দুঃস্বপ্নের মত একটি সফর কাটিয়ে এসেছেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা যেমন হয়েছে, কটু কথাও বলেছেন অনেকে। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর তাসকিন বললেন তাদের উদ্দেশেই।

“আমি তো তাসকিন আহমেদ, বাচ্চা ছেলে। শচীন টেন্ডুলকারের মতো লিজেন্ডেরও কত সিরিজ খারাপ গেছে। ওর কাছে তো আমি দুধভাত। একটা সিরিজ খারাপ হয়েছে, প্রতিটা সিরিজ ভালো খেলার চেষ্টা করব। শুধু আপনাদের দোয়া থাকলেই হবে। আর এই দুয়েকটা ম্যাচ খারাপ করলে এত গালাগালি না করে আরেকটু সাপোর্ট করলে আরও ভালো খেলতে পারব।”

বিপিএলের প্রথম ম্যাচে ভালো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে তাসকিন ঘুরিয়ে দিয়েছেন ম্যাচের মোড়। পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।