নাসির ও সিলেট সিক্সার্সের জরিমানা

বিপিএলের সিলেট পর্বের তৃতীয় দিন দ্বিতীয় ম্যাচে দেরি হয়েছে অনেক। বিস্ময়করভাবে আসছিল না শাস্তির ঘোষণা। অবশেষে এল সেই ঘোষণা; মন্থর ওভাররেটের কারণে জরিমানা করা হয়েছে গোটা সিলেট সিক্সার্স দলকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2017, 12:49 PM
Updated : 8 Nov 2017, 12:49 PM

মঙ্গলবার রাজশাহী কিংসের বিপক্ষে ম্যাচে নিজেদের বোলিং ইনিংস শেষ করতে সিলেট সময় নিয়েছে ১২১ মিনিট। মাঠে শিশিরের কারণে বল মুছতে হচ্ছে প্রায় প্রতি বলেই। সেই সময়টুকু বিবেচনায় নিয়েও নির্ধারিত সময়ে সিলেটের ঘাটতি ছিল ২ ওভার।

অধিনায়ক নাসির হোসেনকে তাই জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ৪০ শতাংশ। দলের বাকিদের জরিমানা ২০ শতাংশ।

শুধু এই ম্যাচই নয়, সিলেটে প্রথম দুই দিনেও রাতের ম্যাচে ইনিংস শেষ করতে দেরি হচ্ছে সব দলের। মূলত অতিরিক্ত শিশিরই মূল কারণ। তবে শিশিরের কথা মাথায় রাখলেও এত দেরি হওয়া বিস্ময়কর।