মিঠুন-শাহরিয়ারের জুটি খেলায় ফিরিয়েছে দলকে: মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Nov 2017 12:06 AM BdST Updated: 05 Nov 2017 11:00 AM BdST
রান তাড়ায় শুরুটা ছিল বাজে। কিন্তু তৃতীয় উইকেটে মোহাম্মদ মিঠুন ও শাহরিয়ার নাফিস গড়েন দারুণ এক জুটি। মাশরাফি বিন মুর্তজার মতে, সেই জুটিই খেলায় ফিরিয়েছে রংপুর রাইডার্সকে। পাশাপাশি রবি বোপারার প্রশংসা করতেও ভোলেননি অধিনায়ক।
রাজশাহী কিংসের ১৫৪ রান তাড়ায় ১৫ রানেই দুই ওপেনারকে হারিয়েছিল রংপুর। তৃতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়েন মিঠুন ও শাহরিয়ার।
শুরুতে একটু মন্থর ছিল এই জুটি। তবে দুর্ভাবনায় পড়েনি রংপুরের ড্রেসিং রুম। অধিনায়কের মতে, তখন ওই রকম ব্যাটিংই প্রয়োজন ছিল।
“শুরুতে দুটি উইকেট পড়ার পর উইকেটে সময় কাটানো দরকার ছিল। টি-টোয়েন্টিতে হাতে উইকেট থাকলে শেষ ১০ ওভারে ৮০-৯০ করা ভালোভাবেই সম্ভব। ওই সময়ে তাই ওরা যেভাবে খেলেছে, সেটাকে আমরা নাড়াতে চাইনি।”
“ওদের জুটিই আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছে। পরে রবি বোপারা স্পেশাল একটি ইনিংস খেলেছে।”
শুরুটা ধীরে হলেও পরে ঝড় তুলে ৩৩ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন মিঠুন। শাহরিয়ার করেছেন ৩৪ বলে ৩৫। শেষ দিকে ২৩ বলে অপরাজিত ৩৯ করে ম্যাচ সেরা হন বোপারা। রংপুর ৪ উইকেটে জেতে ৭ বল বাকি রেখে।
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
সর্বাধিক পঠিত
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের