৪৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৭৮ রান

সেঞ্চুরির পর হ্যামিল্টন মাসাকাদজা আরও কিছু দূর টানলেন দলকে। দারুণ ইনিংস খেললেন সিকান্দার রাজা। তবে সতীর্থদের ব্যর্থতায় খুব বড় হয়নি জিম্বাবুয়ের ইনিংস। সেই রানের জবাবে মন্থর ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ফিরে গেল যেন শত বছর আগে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 04:18 PM
Updated : 30 Oct 2017, 04:18 PM

বুলাওয়েয়ো টেস্টের প্রথম ইনিংসে ৩২৬ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভারে ১ উইকেটে ৭৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

১০১ রান নিয়ে নিয়ে দিন শুরু করেছিলেন মাসাকাদজা। সঙ্গী সিকান্দার রাজা। দুজনের জুটিতেই প্রথম ঘণ্টা কাটিয়ে দেয় জিম্বাবুয়ে। ৯০ রানের জুটি ভাঙে যখন দেড়শর দুয়ারে মাসাকাদজা।

১৪৭ রানে মাসাকাদজাকে ফেরান দেবেন্দ্র বিশু। ৬ ঘণ্টায় ২৪০ বলের ইনিংসে ১৬টি চার ও ২টি ছক্কা মারেন মাসাকাদজা।

এরপর জিম্বাবুয়েকে প্রায় একা টানেন সিকান্দার রাজা। আরেক পাশে উইকেট পড়ে নিয়মিত। ৬ চার ও ১ ছক্কায় রাজা করেন ৮০ রান।

৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার কেমার রোচ। দুই উইকেট নিয়ে বিশু স্পর্শ করেন একশ টেস্ট উইকেট। উইকেটের সেঞ্চুরি করা প্রথম ক্যারিবিয়ান লেগ স্পিনার তিনিই।

ওয়েস্ট ইন্ডিজ জবাব দেয় শম্বুক গতির ব্যাটিংয়ে। ক্রেইগ ব্রেথওয়েট ও কাইরান পাওয়েলের জুটি এগোয় ধীরগতিতে। জুটির পঞ্চাশ রান হতেই লেগে যায় প্রায় ২৯ ওভার।

ফিফটি রানের জুটির পরও বাড়েনি রানের গতি। শেষ পর্যন্ত এই জুটি ভাঙে দিনের শেষ বেলায়। দারুণ এক ডেলিভারিতে ব্রেথওয়েটকে ফেরান ক্রেমার।

দুজনের ৭৬ রানের উদ্বোধনী জুটি আসে ৪৬.৫ ওভারে। ১৬০ বলে ৩২ রান করে আউট হন ব্রেথওয়েট।

দিন শেষে ১২৩ বলে ৪৩ রান করে অপরাজিত পাওয়েল। নাইটওয়াচম্যান বিশু নিরাপদে কাটিয়ে দেন শেষ কয়েক মিনিট।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ১০৯.১ ওভারে ৩২৬ (আগের দিন ১৬৯/৪) (মাসাকাদজা ১৪৭, রাজা ৮০, ওয়ালার ০, চাকাভা ১০, ক্রেমার ১১, চিসোরো ৯, এমপোফু ৪*; গ্যাব্রিয়েল ২/৬৪, রোচ ৩/৪৪, ব্ল্যাকউড ০/৮, হোল্ডার ০/৪৯, বিশু ২/৮২, চেইস ১/৫০, ব্রেথওয়েট ১/২৩)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৯ ওভারে ৭৮/১ (ব্রেথওয়েট ৩২, পাওয়েল ৪৩*, বিশু ০*; এমপোফু ০/১৭, মিরে ০/২, ক্রেমার ১/৩১, রাজা ০/১০, চিসোরো ০/১৫)।